চলতি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফুটবল ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়ানোর কাজে ব্যস্ত। আইএসএল এবং আই লিগের দলগুলো প্রতিনিয়ত নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে। তবে এই সময় মোহনবাগান সুপার জায়ান্টসের সিনিয়র দলে তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ মরসুমের শুরুতেই দলে নেওয়া ফুটবলাররাই এখন দুর্দান্ত পারফরম্যান্স করছেন।

তবে রিজার্ভ দলের এক প্রতিভাবান ডিফেন্ডার ব্রিজেশ গিরি’কে অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে সবুজ-মেরুন শিবির। ব্রিজেশ, যিনি গত মরসুমে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন, যুব দলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। ডুরান্ড কাপ জয়ে তাঁর অবদান উল্লেখযোগ্য। এবার শোনা যাচ্ছে, তাঁকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।

শুধু বেঙ্গালুরু নয়, আই লিগের আরও কয়েকটি ক্লাবও ব্রিজেশকে পেতে আগ্রহী। যদিও মে মাস পর্যন্ত মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে, তাই তাঁকে লোন চুক্তিতে পাঠানো হবে নাকি ট্রান্সফার ফি-এর বিনিময়ে অন্য ক্লাবে যুক্ত হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে, আগামী ১৭ জানুয়ারি জামশেদপুর এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বি জয়ের পর এই ম্যাচেও জয়ের ধারায় অবিচল থাকার লক্ষ্য থাকবে দলের।

মোহনবাগানের রিজার্ভ দলে ব্রিজেশের মতো প্রতিভাবান ফুটবলারদের উঠে আসা এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা নিঃসন্দেহে ক্লাবটির ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে।

Enable Notifications OK No thanks