মোহনবাগান গোলপোস্টের অপ্রতিরোধ্য প্রহরী বিশাল কাইথের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বজায় রাখার পর, সবুজ-মেরুন শিবির ২০২৯ সাল পর্যন্ত দেশের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে চুক্তি নবীকরণ করেছে। বিশাল কাইথ নিজে জানিয়েছেন, তিনি আজীবন মোহনবাগানেই খেলতে চান।

২০২২ সালে চেন্নাইয়িন এফসি থেকে মোহনবাগানে যোগদান করেন বিশাল। তার পর থেকে মোহনবাগানের রক্ষণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তার দক্ষতা ও পারফরম্যান্সের জন্য, তিনি দ্রুতই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন। ২০২৩ ডুরান্ড কাপে গোল্ডেন গ্লাভস জয় করেন, এর আগেই ২০২২-২৩ মরশুমে আইএসএলের সেরা গোলকিপারের সম্মান পান তিনি। ডুরান্ড কাপেও তিনি নিজের সক্ষমতা প্রমাণ করেন, যেখানে দুই ম্যাচে টাইব্রেকারে নায়ক হয়ে উঠেছিলেন।

চুক্তি সই করার পর বিশাল জানান, “সবুজ-মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমাকে এতটাই অনুপ্রাণিত করে যে, অন্য ক্লাবের প্রস্তাব সত্ত্বেও মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। তাই দীর্ঘমেয়াদী চুক্তি করলাম।” তিনি আরও বলেন, “এবারের দল আগের তুলনায় আরও শক্তিশালী, এবং আইএসএল, সুপার কাপ জেতার পাশাপাশি এসিএল টু-তেও প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি আমরা।”

নতুন মরশুমে বিশাল কাইথের লক্ষ্য আরও বেশি সাফল্য অর্জন করা, এবং মোহনবাগানের জন্য বিশ্বস্ত প্রহরী হয়ে ওঠার এই যাত্রা আরও দীর্ঘ হবে বলেই মনে হয়।

Enable Notifications OK No thanks