সুপার কাপের প্রথম ম্যাচে বাজিমাত করল বাংলার ফুটবল। প্রথম দিনেই জয় পেল বাংলার দুই দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুপুরে হায়দ্রাবাদ এফসির সাথে ৩-২ গোলে জয় পায় লাল হলুদ ব্রিগেড। সন্ধায় আবার শ্রীনিধী ডেকানকে ২-১ গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড।

আজ দুপুরে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সুপার কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ইস্টবেঙ্গল। শুরু থেকেই দুই দল একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৩৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে ক্লেইটন সিলভা। তবে হাফ টাইমের আগেই সমতা ফেরায় হায়দ্রাবাদ। ম্যাচের ৫৪ মিনিটে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে আবারও দলকে এগিয়ে দেয় ক্লেইটন। ৭৯ মিনিটে ফের সমতা ফেরায় হায়দ্রাবাদ। তার ঠিক এক মিনিট বাদে ম্যাচের শেষ গোলটি করে সাউল ক্রেসপো। ৩-২ গোলের ব্যবধানে প্রথম ম্যাচ নিজেদের নামে করে লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুন: শুরু হলো দলে ভাঙন? ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইয়ের পথে মোবাশির রহমান!

সুপার কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীনিধীর মুখোমুখি হয় মোহনবাগান। শুরুতেই পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পরে সবুজ মেরুন ব্রিগেড। তবে বিরতিতে যাবার আগে ৩৯ মিনিটের মাথায় সমতা ফেরায় জেসন কামিংস। ৭১ মিনিটে স্কোরলাইন ২-১ করে আর্মান্ডো সাদিকু। এই ম্যাচে মোহনবাগানের হয়ে লাল কার্ড দেখে অভিষেক সূর্যবংসি। তবে বাগান শিবিরে জন্য স্বস্তির বিষয় একই ম্যাচে গোল পেয়েছে দলের দুই স্ট্রাইকার কামিংস এবং সাদিকু।

টুর্নামেন্টের প্রথম দিনেই জয় পেল বাংলার দুই দল। ফলে আপাতত খুশির মহল ময়দানের আনাচে কানাচে। এবারের সুপার কাপে একই গ্রুপ রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। হয়তো সেই ম্যাচেই নির্ধারিত হবে পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ হবে কোন দল।

Enable Notifications OK No thanks