জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছে লাল হলুদ ব্রিগেড। লীগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। আগামী রবিবার মেগা ফাইনালে মুখোমুখি হবে দুই দল। চলতি মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে গেলেও মোহনবাগানের কাছে হারতে হয়েছে সেই ম্যাচ। তাই এবার সুপার কাপে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল।

চলতি সুপার কাপে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। এই রেকর্ড রাখতে হবে আর মাত্র একটি ম্যাচেই। তাহলেই দীর্ঘদিন পর ট্রফি ছোঁয়ার আনন্দে মাতবে ক্লাব। শুধুই লাল হলুদ সর্থকেরাই নয়, তাদের সমর্থনে এগিয়ে এসেছে বাংলার সমস্ত ফুটবলপ্রেমীরা। সকলের প্রার্থনা একটাই, ট্রফি যেন বাঙলাতেই আসে। সমর্থকদের স্বপ্নপূরণ করতে আজ সকালে অনুশীলনে যোগ দিল কোচ কার্লেস কুয়াদ্রাতের দুই অস্ত্র নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা। এএফসি এশিয়ান কাপ খেলতে ভারতীয় দলে ডাক পেয়েছিল ইস্টবেঙ্গলের এই দুই খেলোয়াড়। জাতীয় শিবির শেষ হতেই তড়িঘড়ি ক্লাব ফেরে তারা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় পা রাখলেন বাংলাদেশ কাঁপানো সানজিদা আখতার

দুই মূল খেলোয়াড় দলে ফিরলেও কোচ উইনিং কম্বিনেশন ভাঙবেন কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। যুব খেলোয়াড়দের নিয়ে সুপার কাপে দারুন খেলেছে লাল হলুদ ব্রিগেড। নিজেদের দায়িত্ব নিপুণ ভাবে পূরণ করেছে সবাই। তাই শেষ ম্যাচের আগে দলে পরিবর্তন করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়া হবে কি না সেই নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেশ। অনেকেই মনে করছেন আইএসএল এর মঞ্চেও সুযোগ দেওয়া উচিত বিষ্ণুদের মতো যুব খেলোয়াড়দের।

সুপার কাপের পরেই শুরু হতে চলেছে আইএসএল এর দ্বিতীয় পর্ব। ভালো কিছু করতে হলে একই ধারা বজায় রাখতে হবে সেখানেও। পর পর মরশুমের প্রথম দুই বড়ো টুর্নামেন্টের ফাইনালেই পৌঁছেছে ক্লাব। তাই সুপার লীগ নিয়েও আত্মবিশ্বাসী সমর্থক মহল।

Enable Notifications OK No thanks