চলতি মরশুমে পরপর আইএসএলের তিন এবং এএফসি কাপের দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান। দেশীয়-বিদেশি, সব বিভাগেই সেরা দল গড়েছে তারা। শুধু আইএসএল নয়, এএফসি কাপেও প্রতিপক্ষের সঙ্গে একপ্রকার ছেলেখেলা করছে সবুজ মেরুন ব্রিগেড। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২৪ অক্টোবর। আর সেই লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু হয়েছে শিবিরে।
তবে হঠাৎ করে নতুন মুখ মোহনবাগানের ট্রেনিং গ্রাউন্ডে। আজ দল নিয়ে মাঠে নেমেছলেন হুয়ান ফেরান্ডো। সেখানেই দেখা গেলো আশ্চর্যজনক ঘটনা। মোহনবাগানের অনুশীলনে দেখা গেল দুই নতুন বিদেশি খেলোয়াড়কে। যতদূর জানা গেছে, দু’জনেই অস্ট্রেলিয়ান। সূত্রের খবর ট্রায়াল দিতেই দলে ডাকা হয়েছে এই দুই খেলোয়ারকে। তাদের পরখ করতেই আজ তাদের অনুশীলনে নামান কোচ। জানা গেছে দুজনেই দিমিত্রি পেট্রাটসের ভাই। একজনের নাম কস্টা পেট্রাটস এবং দ্বিতীয় জন মাকি পেট্রাটস। মূলত মিডফিল্ডার হিসেবে খেলেন কস্টা। আর মাকি রাইট উইং এর খেলোয়াড়। দুজনেই খেলছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেন্ট জর্জ ফুটবল ক্লাবে। দুজনেরই গোল করার দক্ষতা দুর্দান্ত। গত মরশুমে ২৯ ম্যাচে ১১ গোল এবং ৩ টি অ্যাসিস্ট করেছেন কস্টা পেট্রাটস। মাকির খাতায় ৩১ ম্যাচে ৭ টি গোল এবং ৬ টি অ্যাসিস্ট।
সবুজ মেরুন ব্রিগেডে দুই নতুন মুখ দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। কারণ দারুন ফর্মে দৌড়াচ্ছে দল। এই মুহূর্তে কি কোনো পরিবর্তনের কথা ভাবছেন কোচ? নাকি তাদের রিজার্ভ হিসেবে রাখার পরিকল্পনা দলের? উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একজন এএফসি কোটার বিদেশি বাধ্যতামূলক হলেও মরশুমের শুরু থেকেই তিন জন অজি ফুটবলার নিয়ে খেলছে দিল। গত মরশুমের দুই খেলোয়াড় দিমিত্রি পেট্রাটস এবং ব্রেন্ডন হামিলকে রেখে দেওয়া হয়েছে। এই মরশুমে আবার দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংসকে। তিনজনই দলের প্রাণভোমরা।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ফের আইলীগে নামছেন প্রাক্তন মোহনবাগান তারকা
দলের একের পর এক সাফল্যে কৃতিত্ব রেখে গেছে অস্ট্রেলিয়ান জুটি কামংস এবং পেট্রাটস। অন্যদিকে রক্ষনে বরাবরই নেতৃত্ব দিয়ে যান হামিল। এবার কি তাহলে আবারও অজি খেলোয়াড়কে দলে সাথে জুড়তে চলেছেন দের হেডস্যার ফেরান্ডো? জানা গেছে ট্রায়ালে উত্তির্ন হলে এই খেলোয়াড়দের রিজার্ভ দলে যুক্ত করতে পারেন তিনি।