আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাউ এফসিকে ২-০ গোলে হারাল সাদাকালো ব্রিগেড। দুর্দান্ত পারফরম্যান্সকে সঙ্গী করেই জয় পেল তাঁরা।
ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব বজায় রাখে মহামেডান। আজকেও নিজের জাত চেনালেন হার্নান্দেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অনবদ্য গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ফার্স্ট হাফ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে। গোটা দল আবারও দলীয় সংহতির নিদর্শন রাখল।
দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় ছিল। মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে মহামেডান। তিন পয়েন্টের টার্গেট ছিল ম্যানেজমেন্টের। ফলে, দলীয় সংহতি এবং টিমগেমে বিশ্বাসী মহামেডান জয় পেতে মরিয়া ছিল এই ম্যাচে। নিজেদের প্রমাণ করল আন্দ্রে চেরনিশভের ছেলেরা।
আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই এগোচ্ছে তাঁরা। ৯১ মিনিটের মাথায় ফের গোল করেন সেই হার্নান্দেজ। শেষপর্যন্ত ২-০ গোলে জয় পায় মহামেডান। এই ম্যাচে জয়ের ফলে, ঘরের মাঠে পরপর জয় সাদাকালো ব্রিগেডের।
চলতি প্রতিযোগিতায় ট্রাউ এফসির বিরুদ্ধে দ্বিতীয় জয় পেল তাঁরা। এইমুহূর্তে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।