এবারের সুপার কাপ ঘিরে প্রথম থেকেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল টুর্নামেন্টের নাম পরিবর্তন। এবারে ওড়িশাকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। মোট ষোলো দল প্রতিদ্বন্দ্বিতায় নামবে একটি ট্রফির জন্য। শুধু ট্রফি নয়, এবারের সুপার কাপ জয়ী দল উত্তীর্ণ হবে ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর প্রিলিমিনারী রাউন্ডে।

Super_Cup

এএফসির স্লট পাওয়ার পর থেকেই সুপার কাপ নিয়ে এএফসির মতো করে ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশন সূত্রে খবর এবারের টুর্নামেন্টে বদলে যাবে একাধিক নিয়ম। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন বিদেশীর খেলোয়াড়ের নিয়মে। এবার থেকে টুর্নামেন্টের প্রতি দল ছয় জন বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজাতে পারবে। তার মধ্যে একজনকে অবশ্যই এএফসি কোটার খেলোয়াড় হতে হবে। যেহেতু এএফসির সমস্ত লীগে এই নিয়ম কর্যকর থাকে, তাই এমন সিদ্ধান্ত নিল এআইএফএফ।

ওড়িশার দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের সুপার কাপ। ৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। গ্রুপ স্টেজে সরাসরি জায়গা পাবে আইএসএলের বারো দল। আই লীগের দলগুলোকে খেলতে হবে কোয়ালিফিকেশন রাউন্ড। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।

Enable Notifications OK No thanks