মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি ভালো বাজেটের দল গঠনের পরিকল্পনা চলছে। তবে প্রশ্ন উঠেছে, এই অর্থের জোগান কে দেবে? এই প্রসঙ্গে শাহরুখ খানের নাম উঠে এসেছে।
সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবের সঙ্গে বর্তমানে বিনিয়োগকারী কোম্পানি হিসেবে বাংকারহিল যুক্ত রয়েছে। ক্লাবের কর্মকর্তারা এবং বাংকারহিল একসঙ্গে কাজ করে ভালো বাজেটের দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন। তবে এই প্রচেষ্টায় ক্লাব প্রত্যাশিত বাজেটে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়ে গেছে।
শোনা যাচ্ছে, মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আরও একটি বিনিয়োগকারী কোম্পানি যুক্ত হতে পারে। সংবাদ মাধ্যমে কয়েকটি কোম্পানির নামও উঠে এসেছে, তবে ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এবার সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের সঙ্গে ক্লাবের আলোচনা চলছে।
তবে, প্রশ্ন হলো এই আলোচনা কি সত্যিই চলছে? প্রাপ্ত তথ্যানুযায়ী, রেড চিলিজের সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু আলোচনা হয়েছিল, কিন্তু তা খুব একটা ফলপ্রসূ হয়নি। আগামী দিনে ক্লাব এবং রেড চিলিজের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে কি না, তা সময়ই বলে দেবে।