জামশেদপুর এফসি সাম্প্রতিক কয়েকটি আইএসএল মরশুমে ছন্দে নেই। এই মরশুমের শেষের দিকে তাদের লড়াই প্রশংসনীয় হলেও, পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছে। মরশুমের শুরুতে বিদেশি কোচ স্কট কুপারকে সরিয়ে ভারতীয় কোচ খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। খালিদ কিছুটা উন্নতি আনতে সক্ষম হলেও, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। হেভিওয়েট দলের কাছে একের পর এক পরাজয় তাদের প্রথম ছয়ের বাইরে রেখে দেয়।

নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জামশেদপুর এফসি নিজেদের পরিকল্পনা অনুযায়ী একাধিক দেশি-বিদেশি ফুটবলারদের দিকে নজর দিয়েছে। সেইমতো কথাবার্তা অনেকদূর এগিয়েছে। দল থেকে বাদ পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা এলসিনহো, যার এই মরশুমে অনবদ্য পারফরম্যান্স ছিল। তাকে দলে নিতে চাইছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। তবে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

নতুন এক খবর অনুযায়ী, ইমামি ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জিকে নিজেদের দলে টানতে আগ্রহী জামশেদপুর এফসি। সায়নের পারফরম্যান্স এই ফুটবল সিজনে নজর কেড়েছে সকলের। জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলেও তিনি দাপট দেখিয়েছেন।

তবে, সায়নের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। তাই, তাকে দলে নিতে হলে জামশেদপুর এফসিকে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। তাছাড়া, সায়ন নিজের পুরনো ক্লাব ছেড়ে অন্যত্র যেতে চাইবেন কিনা, সেটাও দেখার বিষয়।

এই পরিস্থিতিতে, জামশেদপুর এফসি নতুন মরশুমে কিভাবে নিজেদের প্রস্তুত করে সেটাই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীদের কাছে এই ট্রান্সফার মরশুমে বেশ কিছু চমক আসতে পারে।

Enable Notifications OK No thanks