বর্তমানে বাংলায় সংবাদের শিরোনামে রয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। চলছে একের পর এক ইভেন্ট। রবিবার দু’দিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ক্লাব ফুটবলে মেসির সতীর্থ রোনালদিনহো। দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে। উপস্থিত ছিলেন দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে। সেখান থেকে তার একাডেম এবং সেন্ট জেভিয়ার্স কলেজ সহ একাধিক ইভেন্টে সময় কাটিয়েছেন তিনি।

তবে এই ইভেন্ট ঘিরে সবচেয়ে বড়ো প্রশ্ন হল, কলকাতায় এলেও বাংলা তথা ভারতীয় ফুটবলে কি কোনো প্রভাব থাকছে এই বিশ্বসেরা ফুটবলারের? বিভিন্ন নেতা-মন্ত্রী এবং সেলিব্রেটির সঙ্গে সাক্ষাৎ হলেও দেখা হয়নি বাংলা দলের কোন ফুটবলারের সঙ্গে। এমনকি ইস্টবেঙ্গল-মোহনবাগান এর মত ক্লাবেও নিয়ে যাওয়া হয়নি তাকে। ইমামির আয়োজিত একটি ইভেন্টে উপস্থিত হতে দেখা যায় রোনালদিনহোকে। সেখানে উপস্থিত ছিলেন নাওরেম মহেশ, ভিপি সুহের সহ দলের কয়েকজন ফুটবলার। সেখানে ক্লাবের জার্সির সাথে তার হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছ এবং ইমামি ব্র্যান্ডের তেল। তবে মোহনবাগানের কারো সাথে দেখা যায়নি রোনালদিনহোর ছবি।

আরও পড়ুন: বাগান ট্রায়ালে অস্ট্রেলিয়ান খেলোয়াড়? নতুন ছবি অন্দরমহলে

এরপর ডায়মন্ড হারবার এফসিতে যান রোনালদিনহো। সেখানে খেলোয়াড়দের সাথে কিছুটা সময় কাটান তিনি। আজ তার উপস্থিতিতে ডায়মন্ড হারবার এফসি এবং শ্রীভূমী স্পোর্টিং ক্লাবের মধ্যে আয়োজিত হয় একটি প্রীতি ম্যাচ। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি ও।

ভারতে এলেও ভারতীয় জাতীয় দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়নি রোনালদিনহোর। বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের সঙ্গে আলাপচারিতাতেই ব্যাস্ত রাখা হয়েছে। একই বিষয় দেখা গেছে এমিলিয়ানো মার্টিনেজের সময়েও। সেইসময় অনুষ্ঠিত হচ্ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তখন ভারতে উপস্থিত থাকলেও এমির সাথে সাক্ষাতের সুযোগ হয়নি ভারতীয় দলের কোনো খেলোয়াড়ের। তখনও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন অনেকে। পরবর্তীতে হয়ত ভারতের মাটিতে দেখা যাবে মেসি, রোনাল্ডোদেরও। তবে শুধু সৌজন্য সাক্ষাতে তাদের ব্যাস্ত না রেখে জাতীয় দলের খেলোয়াড় অথবা উঠতি যুব খেলোয়াড়দের সাথে কিছুটা সময় দিলে খুব একটা খারাপ হবে কি? বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে কিছুটা সময় কাটালে হয়তো তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন ভারতীয় খেলোয়াড়রাও। তবে সবটাই নির্ভর করছে আয়োজকদের উপর। তারা যদি শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে খানিকটা দেশের ফুটবলারদের কথা ভাবেন তাহলে হয়ত সেটা ভালো হবে দেশের ফুটবলের জন্যেও।

Enable Notifications OK No thanks