
উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বিভিন্ন ফুটবল ক্লাব নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ ক্লাবগুলিও এই সময়টাকে কাজে লাগাতে চায়। বিগত কয়েকদিনে একাধিক দেশি ও বিদেশি ফুটবলার ক্লাব পরিবর্তন করেছেন। এই দল বদলের আলোচনায় বারবার উঠে আসছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের নাম।
মরসুম শুরুর পর থেকেই অসাধারণ ছন্দে রয়েছে সবুজ-মেরুন। তাদের লক্ষ্য এবারও লিগ শিল্ড জয়। দলের বর্তমান পারফরম্যান্সের কারণে ফুটবলার পরিবর্তনের সম্ভাবনা কম হলেও, ভবিষ্যতের কথা ভেবে মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কিছু পদক্ষেপ করছে। বিশেষত, জুনিয়র দলের প্রতিভাবান খেলোয়াড়দের লোন ডিলে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে আলোচনায় এসেছে তরুণ গোলরক্ষক সৈয়দ জাহিদ হোসেন বোখার নাম। জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই প্রতিভাবান খেলোয়াড় সবুজ-মেরুনের অনূর্ধ্ব ২১ দল থেকে নিজের জায়গা করে নিয়েছেন রিজার্ভ দলে। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ধরে রেখেছে। তবে, শোনা যাচ্ছে বাকি মরসুমের জন্য তাঁকে লোন ডিলে রিয়াল কাশ্মীরে পাঠানোর পরিকল্পনা করছে মোহনবাগান।
বর্তমানে রিয়াল কাশ্মীর খুব একটা ভালো অবস্থায় নেই। ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে দলটি। এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা জাহিদের মতো প্রতিভাবান গোলরক্ষকের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে। তবে, এই তরুণ গোলরক্ষক ঠিক কতটা সুযোগ পাবেন এবং দলের উন্নতিতে কতটা অবদান রাখতে পারবেন, তা দেখার অপেক্ষা।
এখন দেখার বিষয়, এই দল বদলের সিদ্ধান্ত মোহনবাগান এবং রিয়াল কাশ্মীর উভয়ের জন্য কতটা সফল হয়।