ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মাঝপথে এসে দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নিজেদের আলাদা মেরুতে অবস্থান করলেও চোট সমস্যা নিয়ে একই অবস্থায় দাঁড়িয়ে। পয়েন্ট তালিকায় পার্থক্য থাকলেও দুই কোচের মাথাব্যথার কারণ এক—প্রথম একাদশ সাজানো। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়োর মতোই মোহনবাগানের কোচ হোসে মোলিনাও দুশ্চিন্তায় রয়েছেন পঞ্জাব এফসির বিরুদ্ধে কাদের মাঠে নামাবেন, তা নিয়ে।

প্রথমে চোট পান গ্রেগ স্টুয়ার্ট। তাঁর পরিবর্তে দিমিত্রি পেত্রাতোসকে খেলাচ্ছিলেন মোলিনা। তবে স্টুয়ার্ট সুস্থ হওয়ার আগেই চোট পান পেত্রাতোস। এর ফলে পঞ্জাবের বিরুদ্ধে খেলা গড়ার দায়িত্ব হয়তো যেতে পারে সাহাল আব্দুল সামাদের উপর।

এদিকে, মনবীর সিংহও চোটের শিকার। বৃহস্পতিবার যুবভারতীতে অনুশীলনের মাঝপথে উঠে যান তিনি। সাইডলাইনে গিয়ে ডান পায়ের বুট খুলে খোঁড়াতে খোঁড়াতে সাজঘরে ঢোকেন। পরে দেখা যায়, তাঁর ডান পায়ে হাঁটু পর্যন্ত স্ট্র্যাপ বাঁধা। পঞ্জাব ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মোহনবাগানের রক্ষণে অবশ্য বদল হওয়ার সম্ভাবনা কম। ডান প্রান্তে আশিস রাই, বাঁ প্রান্তে শুভাশিস বসু এবং সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন আলবের্তো রদ্রিগেস ও টম অলড্রেড। ডিফেন্সের সামনে আপুইয়া, বাঁ প্রান্তে লিস্টন কোলাসো এবং মাঝমাঠে সাহালের খেলার সম্ভাবনা রয়েছে। মনবীর খেলতে না পারলে ডান প্রান্তে সাহালকে খেলিয়ে মাঝমাঠে অনিরুদ্ধ থাপাকে নামানোর চিন্তা করছেন মোলিনা। সামনে থাকবেন জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন।

ম্যাচের আগে মোলিনা জানিয়েছেন, চোট সমস্যার কারণে বিকল্প কমে গেছে। তবে তিনি আত্মবিশ্বাসী যে, দলের বর্তমান খেলোয়াড়দের দিয়েই তিন পয়েন্টের লক্ষ্যে এগিয়ে যাবেন। তাঁর মতে, “আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেয়েছে। কিন্তু যারা আছে, তারা মাঠে নামার জন্য প্রস্তুত। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলব এবং জয় নিয়ে মাঠ ছাড়ার চেষ্টা করব।”

পঞ্জাবের বিরুদ্ধে স্টুয়ার্ট ও পেত্রাতোসের অভাব অনুভূত হলেও, মোলিনা বিকল্প হিসেবে কামিংস ও ম্যাকলারেনের উপর আস্থা রাখছেন। তাঁর কথায়, “ওরা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে বিকল্প রয়েছে। আশা করি, খুব বড় সমস্যা হবে না।”

এই চোট সমস্যা এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মোহনবাগানের পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছে সমর্থকেরা।

Enable Notifications OK No thanks