
শনিবার আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার পর কলকাতা জুড়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, এবারও সেই উত্তেজনা ছড়াতে পারে। ন্যায়বিচারের দাবিতে সমর্থকরা আবারও প্রতিবাদে নামতে চলেছেন।
সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি: আইএসএল ডার্বির দিন, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা যৌথভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। আগেরবার ডুরান্ড কাপের দিনও এমন প্রতিবাদ হয়েছিল। ‘তিলোত্তমা’-র পাশে দাঁড়ানোর পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকেও সমর্থন জানাবেন তারা। যুবভারতী স্টেডিয়াম, কাদাপাড়া, রুবি মোড় সহ বেশ কয়েকটি স্থানে এই প্রতিবাদ চলবে। গ্যালারিতে দুই দলের সমর্থকরা পৃথক থাকলেও, মাথায় কালো কাপড় বেঁধে তারা একসঙ্গে প্রতিবাদ জানাবেন।

মোহনবাগানের এগিয়ে থাকা: মহামেডান স্পোর্টিংকে হারিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান আইএসএল ডার্বিতে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে। অন্যদিকে, ইস্টবেঙ্গল এখনও তাদের প্রথম জয়ের অপেক্ষায়। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে অস্কার ব্রুজো নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি শুক্রবার মধ্যরাতে শহরে পৌঁছাবেন, আর শনিবারই ডার্বি। তাই ইস্টবেঙ্গলের উপর চাপ অনেকটাই বেশি। যদিও ডাগআউটে কে থাকবেন—বিনো জর্জ না অস্কার—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে সূত্রের খবর অনুযায়ী, অস্কারই দলের দায়িত্বে থাকবেন।