সার্জিও লোবেরার কোচিংয়ে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ওডিশা এফসি। গত মৌসুম থেকেই একাধিক পরিবর্তন এনে দলটিকে শক্তিশালী করেছে জগন্নাথের রাজ্যের এই ক্লাব। সুপার কাপের ফাইনালে উঠেও ইমামি ইস্টবেঙ্গলের কাছে হেরে যেতে হয়েছিল তাঁদের। তবে সেই হতাশা কাটিয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগে আরও ভালো পারফর্ম করার লক্ষ্যে মরিয়া লোবেরার দল।

শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সঙ্গে পারফরম্যান্সের উন্নতি ঘটিয়েছে ওডিশা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে আইএসএলে পঞ্চম স্থানে রয়েছে তারা। সাম্প্রতিক ম্যাচে মুম্বাই সিটির বিপক্ষে ড্র করলেও বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে তারা। তবে দলের আক্রমণভাগে রয় কৃষ্ণার অনুপস্থিতি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচের পর আর মাঠে নামেননি ফিজির এই তারকা স্ট্রাইকার। পরবর্তীতে জানা যায়, এসিএল ইনজুরির কারণে এই মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। তার অভাব পূরণে বিকল্প খুঁজতে শুরু করেছে ওডিশা এফসি।

এই প্রসঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভার নাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে লোন ডিলে ক্লেটনকে দলে টানার পরিকল্পনা করছে ওডিশা। যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে আরেক বিদেশি খেলোয়াড় ডরিয়েল্টন গোমেজের নামও আলোচনায় উঠে এসেছে। বর্তমানে ফোরসা কোচির হয়ে খেলা এই ৩৪ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পূর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। ধারণা করা হচ্ছে, রয় কৃষ্ণার বিকল্প হিসেবে গোমেজকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে ওডিশা এফসি।

Enable Notifications OK No thanks