মন ভাঙলো মুম্বাই তথা ভারতীয় ফুটবল প্রেমিদের। আগামী ৬ নভেম্বর ভারতে আসার কথা ছিল ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের। তবে চোটের কারনে ভারত সফর থেকে ছিটকে গেলেন তিনি। গতকাল উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন নেইমার। চোটের কারনে প্রথম হাফের শেষেই মাঠ ছাড়তে হয় তাকে।

গতকাল উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে ব্রাজিল। প্রথম থেকেই দলে রাখা হয় নেইমারকে। শুরুটা ভালো হলেও ৪২ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পরে ব্রাজিল। প্রথম হাফের ইঞ্জিউরি টাইমে উরুগুয়ের একজন খেলোয়াড়ের ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। তখনি কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে জানা যায় এসিএলে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান রাজপুত্র। অন্তত ৭ থেকে ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। অস্ত্রোপচারের পর ফের মাঠে নামতে পারবেন তিনি।

আরও পড়ুন: বিশ্ব ফুটবলে নয়া নজির! ইতিহাস গড়ল ভারতীয় সমর্থকেরা

উল্লেখ্য আগামি ৬ নভেম্বর মুম্বাই সিটি এফসির সাথে এএফসি চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলতে মুম্বাইয়ে DY Patil স্টেডিয়ামে নামার কথা ছিল নেইমারের। সেই নিয়ে উত্তেজিত ছিল তার ভারতীয় ভক্তরা। প্রথমে এই ম্যাচটি হবার কথা ছিল পুনের Balewadi স্টেডিয়ামে। তবে সেই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কম হওয়ায় পরবর্তীতে DY Patil স্টেডিয়ামে ম্যাচটি স্থানান্তরিত করা হয়। টিকিটের চাহিদাও ছিল নজরকাঁড়া। তবে ম্যাচের আগে মূল আকর্ষণ নেইমারের চোট দর্শকদের মধ্যে উত্তেজনা কতটা কেড়ে নেয় সেটাই প্রশ্ন।

চলতি মরশুমে দারুন ছন্দে রয়েছে নেইমারের আল হিলাল। সৌদি প্রো লীগে ৯ ম্যাচে ৭ জয় এবং ২ টি ড্র নিয়ে টেবিল টপার তারা। তৃতীয় স্থানে রোনালদোর ক্লাব আল নাসের। এএফসি চ্যাম্পিয়নস লীগেও পেয়েছে ২ ম্যাচে ১ টি জয় এবং ১ টি ড্র। তবে মরশুমের মাঝপথে নেইমারের মতো খেলোয়াড়ের চোট ভোগাতে পারে দলকে।

Enable Notifications OK No thanks