সদ্য সুপার কাপের সেমিতে জায়গা পাকা করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে বড়ো ব্যবধানে হারিয়ে গ্রুপ টপার তারা। কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে দ্বিতীয়বার ডার্বি জিতেছে লাল হলুদ ব্রিগেড। তাই বলা যায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে ক্লাবের অন্দরে। এরই মাঝে আবারও সুখবরের আভাস দেখা গেল দলের ট্রেনিংএ।

ইস্টবেঙ্গলের প্রস্তুতি শিবিরে নজরে এলো এক নতুন যুব মুখ। সূত্রের খবর, কাশ্মীরের ১৭ বছর বয়সী এক ফুটবলার ডাক পেয়েছে লাল হলুদ শিবিরে। নাম ফাইজান ওয়াহিদ। ট্রায়াল দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পে যোগ দিয়েছে সে। সবকিছু ঠিকঠাক থাকলে সুযোগ পাবেন ক্লাবের জার্সি গায়ে চাপানোর।
আরও পড়ুন: মহামেডানের চমক এইবার আইলিগের অন্যতম দামী এই বিদেশি
১৭ বছর বয়সেই বড়ো কৃতিত্ব অর্জন করেছে ফাইজান। ভারতের অনূর্ধ্ব ১৭ দলের সাথে সাফ চ্যাম্পিয়ন হয়েছে সে। মাঝমাঠে বেশ ভালো দখল ছিল সেই টুর্নামেন্টে। বর্তমানে জম্মু কাশ্মীর স্টেট ফুটবল অ্যাকাডেমিতে রয়েছে ফাইজান ওয়াহিদ। সেখান থেকে নতুন ঠিকানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। লাল হলুদ শিবিরের ডেভেলপমেন্ট স্কোয়াডের সাথে ধরা পড়েছে তার ছবি।

এর আগেও যুব খেলোয়াড় তুলে আনতে দারুণভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে ইস্টবেঙ্গল। চলতি সুপার কাপেও একাধিক যুব খেলোয়াড় সুযোগ পেয়েছে দলে। নজর কেড়েছে বিষ্ণু, তন্ময়, গুইতে, অমনের মতো যুব প্রতিভা। অনূর্ধ্ব ১৭ ইউথ লীগেও ধারাবাহিক লাল হলুদ ব্রিগেড। এবার হয়তো সেই তালিকায় জুড়বে আরও এক যুব নাম।