রবিবার বিকেল 4.30 মিনিটে, এস.এস.এ স্টেডিয়ামে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং বনাম নেরোকা এফসি। এই ম্যাচেও জয় পেতে মরিয়া সাদাকালো ব্রিগেড।

আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আগামীকাল মাঠে নামতে চাইছে তাঁরা। ম্যাচ জয়ই একমাত্র লক্ষ্য মহামেডানের। এইমুহূর্তে 19 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।

প্রথম লেগের ম্যাচে, নেরোকার বিরুদ্ধে জয় পায় সাদাকালো ব্রিগেড। তাই এই ম্যাচেও তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ফলে, দলীয় সংহতি এবং টিমগেমে বিশ্বাসী মহামেডান জয় পেতে মরিয়া। অসাধারণ একটা লড়াই দেখা যাবে বলেই আশা করছে ফুটবল মহল।

অন্যদিকে শেষ ম্যাচে চার্চিলের বিরুদ্ধে জয় গোটা দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে গোটা দল। দ্বিতীয় লেগে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই খেলতে নামবে তাঁরা। গোটা প্রতিযোগিতায় টানা ভালো পারফরম্যান্স করে আসছে মহামেডান।

আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই এগোচ্ছে তাঁরা। ফলে, আগামীকালের ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ। এই ম্যাচেও জয় পেতে মরিয়া সাদাকালো ব্রিগেড।

Enable Notifications OK No thanks