
আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফের জয় সাদাকালো ব্রিগেডের। যদিও কিছুটা ধীরগতিতে শুরু করে তাঁরা। নামধারী এফসিকে বুঝে নিতে কিছুটা সময় নেয় মহামেডান। ফলে, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।

তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফিরে আসে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। আঙ্গুসানাকে তুলে ডেভিডকে মাঠে নামান হেডস্যার আন্দ্রে চেরনিশভ। দুই দলই গোল পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। স্বভাবতই, আক্রমণ এবং প্রতিআক্রমণে খেলা বেশ জমে ওঠে।

কিন্তু আজ যেন জিততেই মাঠে নেমেছিল সাদাকালো ব্রিগেড। ম্যাচের ৮১ মিনিটে, অ্যালেক্সিস গোমেজের থ্রু-বল থেকে দুর্দান্ত গোল করে প্রথম ডেডলক ভাঙেন বেনেস্টোন ব্যারেটো। বলা যেতে পারে, ব্যারেটোর হাত ধরেই বহু কাঙ্খিত গোলটি পায় মহামেডান। আর এই গোলের পরই, আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় তাঁরা। জয়ের পর সাদাকালো ব্রিগেডের ঘরে ৯টি ম্যাচ খেলে মোট ২৩ পয়েন্ট।
আগামীকাল গোয়া উড়ে যাবে গোটা দল। কারণ, ১৭ই ডিসেম্বর সন্ধ্যে ৭টায় তিলক ময়দান স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মহামেডান স্পোর্টিং-এর।