চলতি আইএসএলে নিজেদের অষ্টম ম্যাচে এসে অপরাজিত তকমা মুছতে বাধ্য হলো মোহনবাগান। মুম্বাইয়ের বিরুদ্ধে আরব সাগরের তীরে খেলা শেষ হলো ২-১ ফলাফলে। জেসন কামিংসের ২৫ মিনিটের মাথায় গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারলো না মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট এবং বিপিন এর গোলে তিন পয়েন্ট পেয়ে যায় মুম্বাই সিটি এফসি।

তবে এই ম্যাচ যে ইতিহাসের পাতায় লেখা থাকবে, সেইটা হলফ করে বলাই যায়। রণক্ষেত্র মুম্বাই ফুটবল অ্যারেনায় ৯০ মিনিটের এই খেলায় ৭টি লাল কার্ড এবং ৭টি হলুদ কার্ড দেখালেন রেফারি রাহুল গুপ্ত। খেলা চলাকালীন লাল কার্ড দেখলেন মোহনবাগানের আসিস রাই ও লিস্টন। মুম্বাইয়ের আকাশ মিশ্র এবং গ্রেগ স্টুয়ার্ট। ম্যাচ শেষ হওয়ার পরে হাতাহাতি করে লাল কার্ড দেখলেন মোহনবাগানের হেক্টর ইউৎসে , মুম্বইয়ের রাহুল ভেকে ও বিক্রম প্রতাপ সিংহ। আইএসএলের ইতিহাসে সর্বাধিক কার্ড দেখার ম্যাচেও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয়ের আশা অপূর্ণই থাকলো মোহনবাগানের। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্য পূরণ হলো না। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।

বর্তমানে ভারতীয় দলের অধিকাংশ তারকা মোহনবাগান আর মুম্বাইয়ে খেলেন। সঙ্গে একঝাঁক হাইপ্রোফাইল বিদেশি। এমন ম্যাচের দিকে দুই দলের সমর্থক তো বটেই দেশের অন্যান্য ফুটবলপ্রেমীরাও তাকিয়ে থাকেন। এমন একটা ম্যাচের রং ফিকে করে দিলেন রেফারি রাহুল কুমার গুপ্ত। একের পর এক কার্ড যখন বেরিয়ে যাচ্ছে রাহুল গুপ্তের পকেট থেকে তখন সমর্থকদের মনে কিছুটা চিন্তার ভাজ হলেও সবাই সর্বশেষ কিন্তু রেফারিকে গালমন্দ করেছে। একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে গেছে রেফারী রাহুল কুমার গুপ্ত। বক্সের মধ্যে হ্যান্ডবল করেও বেঁচে গেল মুম্বাই সিটি এফসি। আবার নিজেদের বক্সে ফাউল করেও শাস্তি পেল না মোহনবাগান।

শুরুটা হয়েছিল ১৩ মিনিটের মাথায়। বল দখলের লড়াইয়ে লাফিয়ে উঠে মনবির কে হাঁটু দিয়ে আঘাত করে লালকার্ড দেখেন আকাশ। তবে দ্বিতীয়ার্ধে যেন কার্ড দেখানোর উৎসব শুরু করেন রেফারি। মিনিট চারেক মধ্যে জোড়া লাল কার্ড দেখল মোহনবাগান। এরমধ্যে ৫৩ মিনিটের মাথায় ডিয়াসকে পেছন থেকে ট্যাকেল করে সরাসরি মার্চিং অর্ডার পান আসিস রাই। তার রেস কাটার আগেই ৫৭ মিনিটে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখলেন লিস্টোন।সেই সিদ্ধান্ত নিয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখেন লিষ্টন। ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্টুয়ার্ট। ১৮ মিনিট আগেই রেফারির সঙ্গে তর্ক করে প্রথম হলুদ কার্ড টি দেখেন তিনি তবে এখানেই রেফারির লাল কার্ড দেখানো শেষ হয়নি। ম্যাচ শেষে হাতাহাতি শুরু হয়ে যায় দু দলের ফুটবলারদের মধ্যে। যার পর রেফারি লাল কার্ড দেখান মোহনবাগানের হেক্টর এবং মুম্বাইয়ের রাহুল বেকে ও বিক্রম প্রতাপ সিংকে।

এতকিছুর পর সভাবতই প্রশ্ন উঠছে রেফারি রাহুল কুমার গুপ্তর আদৌ মানসিক পরিস্থিতি গতকাল খেলার সময় ঠিক ছিল কিনা তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকরাই সরব হয়েছেন যাতে রাহুল কুমার গুপ্তার ব্যান হয়। ম্যাচ শেষে অবশ্য মুম্বাই কোচ এবং মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ড রেফারির বিষয়ে কোনো কথা বলতে চাননি।

Enable Notifications OK No thanks