চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল পেরেছে। মোহনবাগান কি পারবে মুম্বাইকে আটকাতে? সেইদিকেই তাকিয়ে আপামর বাংলার ফুটবলপ্রেমীরা।আগামীকাল মুম্বাইয়ের ঘরের মাঠে অগ্নিপরীক্ষায় নামতে চলেছে মোহনবাগান দল। কার্ড সমস্যায় নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে কোচের সিটে না বসতে পারলেও, এই ম্যাচে ডাগআউটে ফিরছেন মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক জুয়ান ফেরান্ডো।

মুম্বাই এইবারের আইএসএলের অন্যতম সেরা দল। এই মুম্বাইকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ৩-১ ফলাফলে হারায় মোহনবাগান। কিন্তু অতীতের এই পরিসংখ্যান মাথাতেই আনতে চাননা হেড কোচ ফেরান্ডো। এখনও পর্যন্ত মুম্বাই ও মোহনবাগান দুটি দলই অপরাজিত এইবারের আইএসএলে। ৭ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান মোহনবাগানের। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান মুম্বাই সিটি এফসির। মুম্বাইয়ের বিরুদ্ধে জয় পেলে সোজা লীগ টেবিলের ওপরে অবস্থান করবে মোহনবাগান।

আজ সকালে অনুশীলন সেরে মুম্বাই রওনা দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ওড়িশা ম্যাচে চোটে জর্জরিত মোহনবাগান এখন আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। গত ম্যাচে নর্থইস্ট কে হারানোয় বাড়তি মোটিভেশন পেয়েছে দল। চোট সরিয়ে গত ম্যাচে উপস্থিত ছিলেন মানবীর, পেট্রাটস, থাপা। এই ম্যাচে আমরা হয়তো প্রথম থেকেই দেখতে পাবো মানবীর কে। গতকালের অনুশীলনে দেখা গেছে চোট সারিয়ে মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ চুটিয়ে অনুশীলন সেরেছেন। যদিও তিনি মুম্বাই ম্যাচে খেলবেন কিনা সেই আপডেট প্রেস কনফােন্সে দিতে পারলেননা হেড স্যার জুয়ান ফেরান্ডো। সাহাল কে নিয়ে তিনি বলেন “আমি মেডিক্যাল টীমের সাথে কথা বলিনি, তাই এই বিষয় কিছু বলতে পারবোনা”। মুম্বাই এর গ্রেগ স্টুয়ার্ট কে নিয়ে জুয়ান কে প্রশ্ন করলে, তিনি বলেন – ” ও অবশ্যই ভালো ফুটবলার, তবে আলাদা ভাবে ওকে নিয়ে না ভেবে গোটা মুম্বাই দলটা নিয়েই ভাবছি”। হেড স্যার এর সাথে একই সুরে কথা বলেন হুগো বুমস। তিনি বললেন ” মুম্বাই খুবই ভালো দল। ওদের দলে স্টুয়ার্ট কেনো, বিপিন, লালরিনযুয়ালা ছাংতের মত ভালো ফুটবলার রয়েছে। তাই গোটা দলটাকে হারাতে আমরা মুখিয়ে আছি।”