
মোহনবাগান: ২ (ম্যাকলারেন, দিমিত্রি)
মুম্বই সিটি এফসি: ২ (টোরাল, নাথান)
এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না মোহনবাগান! শনিবার মুম্বই এরিনায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পরও ম্যাচের শেষ দিকে গোল খেয়ে মূল্যবান পয়েন্ট হারাল জুয়ান ফের্নান্দো মোলিনার দল। মুম্বইকে হারাতে পারলে একধাপ এগিয়ে যেত মোহনবাগান, কিন্তু এই ড্রয়ের ফলে তাদের খুব একটা ক্ষতি না হলেও ইস্টবেঙ্গলের প্লে-অফের সম্ভাবনা বেশ কঠিন হয়ে গেল।
প্রথমার্ধ: মোহনবাগানের আধিপত্য
ম্যাচের শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করছিল। তবে আক্রমণে ধারালো ছিল মোহনবাগান। ৩২ মিনিটে মাঝমাঠ থেকে আসা এক দুর্দান্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন জেসন ম্যাকলারেন। মাত্র ৯ মিনিট পর আবার গোল পায় মোহনবাগান। বাঁ প্রান্ত থেকে লিস্টন কোলাসোর আক্রমণ প্রতিহত করলেও ফিরতি বলে জাল খুঁজে নেন দিমিত্রি পেত্রাতোস। মরশুমের শুরুতে ছন্দে না থাকলেও শেষ দু’ম্যাচে টানা গোল পেলেন দিমি।
দ্বিতীয়ার্ধ: ঘুরে দাঁড়াল মুম্বই
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মুম্বই সিটি এফসি। মোহনবাগানের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে তারা। ম্যাচের ৫৭ মিনিটে কর্নার থেকে গোল শোধ করেন জন টোরাল। তবে ৬০ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং, ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন কম নিয়ে খেললেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় মুম্বই। ৮৯ মিনিটে সেট-পিস থেকে নাথান রড্রিগেজের দুর্দান্ত হেডে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ম্যাচ ২-২ গোলে শেষ হয়।
ইস্টবেঙ্গলের জন্য কঠিন সমীকরণ
এই ড্রয়ের ফলে মুম্বই ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এল। প্লে-অফ নিশ্চিত করতে তাদের আর মাত্র এক পয়েন্ট দরকার। এমনকি শেষ ম্যাচ হারলেও তাদের সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে, মুম্বই যদি এই ম্যাচে হেরে যেত, তাহলে ইস্টবেঙ্গলের প্লে-অফে খেলার সুযোগ বাড়ত। কিন্তু এখন লাল-হলুদকে শেষ প্লে-অফের জায়গার জন্য নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুরের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হবে।
ফুটবল সমীকরণ যে কত দ্রুত বদলে যায়, মোহনবাগান-মুম্বই ম্যাচ তারই এক বড় উদাহরণ!