হোম ম্যাচে আল-হিলালের বিরুদ্ধে বড়ো কামব্যাক মুম্বাই সিটি এফসির। প্রথম দেখায় মুম্বাইকে ৬-০ গোলে হারিয়েছিল নেইমারের বর্তমান ক্লাব। ঘরের মাঠে আজ তারকাখচিত এশিয়ার সেরা এই ক্লাবের কাছে ০-২ গোলে হারল গ্রেগ স্টুয়ার্টদের দল।

মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে এই ম্যাচ নিয়ে উত্তেজনা প্রথম থেকেই। ড্রি ঘোষণার দিন থেকেই নেইমারের ক্লাবের ভারতে আসা নিয়ে আলোচনায় ছিল আজকের ম্যাচ। তবে লীগ শুরুর আগে নেইমারের চোট হতাশায় ফেলেছে তার ভারতীয় সমর্থকদের। শুধু নেইমার নয়, আলেকজান্ডার মিট্রোভিচ, রুবেন নেভেস, কালিদৌ কৌলিবালির মতো ইউরোপীয় ফুটবলে রাজ করা খেলোয়াড় রয়েছে আল-হিলালে। ধারে এবং ভারে, সব দিক থেকেই মুম্বাইয়ে থেকে বহুগুণ এগিয়ে তারা।

আরও পড়ুন: টিফো বিতর্কে ইস্টবেঙ্গল সমর্থকেরা! সমালোচনার ঝর নেটপাড়ায়

ম্যাচের প্রথম হাফে আল-হিলালকে আটকে দিতে সফল হয়েছে মুম্বাই সিটি এফসি। ডিফেন্সে মনঃসংযোগ এবং কাউন্টার অ্যাটাকে ভালই খেলছিল তারা। অন্যদিকে, প্রায় এক তৃতীয়াংশ বল পজিশন রেখে পরপর আক্রমণ চালিয়ে গেলেও প্রথম ৪৫ মিমিটে গোল তুলতে ব্যার্থ হয় আল-হিলাল। বেশ কিছু সুযোগ তৈরি করলেও কখনও গোলকিপার, আবার কখনও রক্ষণে আটকে গেছে সব বল। ০-০ স্কোরলাইনে শেষ হয় প্রথম হাফ।

দ্বিতীয় হাফের শুরুটাও কিছুটা একই ভাবে করে মুম্বাই সিটি এফসি। অন্যদিকে শেষ ৪৫ মিমিটের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে আল-হিলাল। আঘাত হানতে থাকে বিপক্ষের রক্ষনের উপর। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত সমস্ত প্রতিকূলতা ঠিক ভাবে সামলাতে পারে মুম্বাই। ৫৪ মিনিটে লাল কার্ড দেখে ডিফেন্ডার মেহেতাব সিং। আর তার পরেই ছন্দপতন। ৬২ মিনিটে আল-হিলালের হয়ে প্রথম গোল করে মিচেল। ৮৫ মিনিটে ব্যাবধান বাড়ায় মিট্রোভিচ। ৯০ মিনিট শেষে ০-২ গোলে ম্যাচটি হেরে যায় মুম্নাই সিটি এফসি।

আল-হিলালের সাথে প্রথম ম্যাচে ৬-০ গোলের বড়ো ব্যাবধানে হেরেছিল মুম্বাই। তাই দ্বিতীয় ম্যাচে দলের এই ফল হতাশ করেননি সমর্থকদের। বরং ৫৪ মিনিট থেকে ১০ জনে খেলেও এমন ফলাফল দেখাচ্ছে আশার আলো। উল্লেখ্য এদিন মাঠে উপস্থিত ছিল প্রায় ৩০ হাজার দর্শক, যা এক নরুন রেকর্ডও বটে। আশা করা যাচ্ছে দলের এমন ফলাফল আত্মবিশ্বাস বাড়া দলের খেলোয়াড়দের।

Enable Notifications OK No thanks