মোহনবাগান সুপার জায়ান্ট এই মরসুমের ট্রান্সফার মার্কেটে এখনও সেভাবে ঝাঁপায়নি। এবার তাদের মূল লক্ষ্য ফুটবলারদের ধরে রাখা এবং ডেভলপমেন্ট দল বা রিজার্ভ দলকে আরও শক্তিশালী করা। এরই অংশ হিসেবে এফসি গোয়া থেকে লিওয়ান কাস্তানা এবং মুথুট ফুটবল ক্লাব থেকে সালাউদ্দিনকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির।

মুথুট গত মরসুমে অসাধারণ ফুটবল খেলেছে এবং সেই দলের অধিনায়ক সালাউদ্দিনকেই তুলে নিয়েছে মোহনবাগান। এর ফলে মূল দলের সাপ্লাই লাইন আরও শক্তিশালী হবে। যুব দল শক্তিশালী হলে মূল দলও সুবিধা পাবে। ইতিমধ্যেই যুব দলের একাধিক ফুটবলার মূল দলে সই করেছেন এবং আন্তনিও লোপেজ হাবাসের অধীনে ভাল ফুটবল উপহার দিচ্ছেন।

এই মরসুমে মোহনবাগানকে ডুরান্ড কাপ, কলকাতা লিগ, সুপার কাপের পাশাপাশি আইএসএল এবং এএফসি কাপেও খেলতে হবে। পরের মরসুমের জন্য তাদের আলাদা পরিকল্পনা রয়েছে যেখানে আইএসএল, সুপার কাপ এবং এএফসি কাপে মূল দল খেলবে, আর ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে রিজার্ভ দল অংশ নেবে।

গত মরসুমে মোহনবাগান ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড জিতেছিল, তবে কলকাতা লিগ এবং সুপার কাপ জিততে পারেনি। এবার সমস্ত টুর্নামেন্ট জেতার জন্য তারা বদ্ধপরিকর। মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সমস্ত ট্রফি জয়। সেই উদ্দেশ্যেই মূল দলের পাশাপাশি রিজার্ভ দলের শক্তিও বাড়াচ্ছে তারা।

Enable Notifications OK No thanks