গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আইএসএল শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরই ধারাবাহিকতায়, এবার তারা এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টু-তে খেলার সুযোগ পেয়েছে। সম্প্রতি, নিজেদের প্রথম ম্যাচে তারা তাজিকিস্তানের রাভসান কুলোব এফসির মুখোমুখি হয়েছিল। কলকাতার ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়, যা সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে কিছুটা হতাশার জন্ম দিয়েছে।

তবে দ্বিতীয় ম্যাচে ইরানের ট্র্যাক্টর এফসির বিপক্ষে জয় ছিনিয়ে আনতে মরিয়া ছিল মোহনবাগান। পরিকল্পনা অনুযায়ী, বেঙ্গালুরু এফসির বিপক্ষে আইএসএল ম্যাচ খেলে বিশ্রামের পর ইরানে উড়ে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু সমস্যার সৃষ্টি হয় ভিসা জটিলতার কারণে।

বিশেষ সূত্রের বরাতে জানা গিয়েছে, এখনও বেশ কয়েকজন বিদেশি এবং ভারতীয় ফুটবলারের ভিসা সমস্যার সমাধান হয়নি। এর ফলে, এই সীমিত সময়ে দলকে নিয়ে ইরান যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে, ২রা অক্টোবর নির্ধারিত এএফসি ম্যাচটি খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে, রবিবার রাতের মধ্যেই দল কলকাতায় ফিরে আসতে পারে। ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায়, এএফসি চ্যাম্পিয়নশিপে মোহনবাগানের টিকে থাকা কঠিন হতে পারে।

Enable Notifications OK No thanks