নতুন বছর শুরুর আগে চোট আর অনিশ্চয়তায় ভুগছে মোহনবাগান। দলের তিন ফুটবলার চোটের কবলে, আর ব্যক্তিগত কারণে অনিশ্চিত মনবীর সিংহ। আইএসএলে এক নম্বরে থাকা মোহনবাগান হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামলেও তাদের কোচ মোলিনা প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ।

মোলিনা বলেছেন, “আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। টেবিলের শীর্ষে থাকলেও আমাদের প্রতিটি ম্যাচেই পরিশ্রম করতে হয়। হায়দরাবাদ শেষের দিকে থাকলেও ম্যাচ জেতা সহজ হবে না। আমাদের ৯০ মিনিট পুরো মনোযোগ দিয়ে খেলতে হবে।”

দলের অবস্থা

দিমিত্রি পেত্রাতোস এখনও পুরোপুরি সুস্থ নন। হালকা অনুশীলন করলেও তাঁর হায়দরাবাদ ম্যাচে খেলার সম্ভাবনা নেই। আশিক কুরুনিয়নও চোটে ভুগছেন। আপুইয়া কার্ড সমস্যায় খেলতে পারবেন না। বিয়ের কারণে ছুটিতে থাকা মনবীর সিংহ রিজার্ভ বেঞ্চে থাকলেও তাঁর মাঠে নামা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে।

এই অবস্থায় সাহাল সামাদ ডান উইংয়ে খেলবেন। আপুইয়ার পরিবর্তে অনিরুদ্ধ থাপা থাকবেন প্রথম একাদশে। তাঁর সঙ্গী হতে পারেন দীপক টাংরি, যিনি রক্ষণেও সাহায্য করতে সক্ষম। বিকল্প হিসেবে মোলিনার হাতে রয়েছে অভিষেক সূর্যবংশী ও গ্লেন মার্টিন্স।

আশার আলো

গ্রেগ স্টুয়ার্ট অনেকটাই সুস্থ। ম্যাচের শেষের দিকে তাঁকে মাঠে দেখা যেতে পারে। তবে শুরু থেকে নামবেন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস।

সমর্থকদের উপস্থিতি ও প্রত্যাশা

আগের বছরের শেষ হোম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয়ের পর ক্লাব কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, নতুন বছরের প্রথম ম্যাচে দর্শকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। এই ঘোষণায় টিকিটের চাহিদা আকাশছোঁয়া। আশা করা হচ্ছে, হায়দরাবাদ ম্যাচে উপস্থিত থাকবেন ৪৫-৫০ হাজার সমর্থক।

মোলিনা সমর্থকদের এই উচ্ছ্বাসে ভীষণ অনুপ্রাণিত। তিনি বলেছেন, “সমর্থকেরাই আমাদের শক্তি। আমরা চাই ওরা আমাদের খেলা উপভোগ করুন। সেই জন্য আমাদের ভাল খেলতে হবে এবং ম্যাচটি জিততে হবে।”

মোহনবাগানের জন্য এই ম্যাচ শুধুমাত্র পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখার লড়াই নয়, বরং চোট এবং অনুপস্থিতি কাটিয়ে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণাও।

Enable Notifications OK No thanks