মুম্বাইয়ের বিরুদ্ধে জঘন্যতম রেফারিং এর শিকার হয়ে, আজ শনিবার ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। লিষ্টন, আশীষ আর হেক্টরের লাল কার্ড দেখাকে শুধু সবুজ মেরুন সমর্থকরা কেনো, আপামর ফুটবলপ্রেমীরাই মেনে নিতে পারছেনা। তবুও এইসব বিষয় নিয়ে একদমই চিন্তিত নন সবুজ মেরুন হেড স্যার জুয়ান ফেরান্ডো।
কোচ সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন, “চোট ও লাল কার্ডের জন্য আমরা সেইভাবে পিছিয়ে থাকব না। যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, তাদের নিয়ে প্রথম একাদশ তৈরি করব। নিঃসন্দেহে গোয়া শক্তিশালী দল। তবে আমাদের বিকল্প খেলোয়াড়রাও প্রতিপক্ষ দলকে লড়াইয়ের মধ্যে রাখবে। নিজেদের প্রমাণ করে জয় ছিনিয়ে আনার জন্য সব খেলোয়াড়রা টগবগ করে ফুটছেন। সপ্তম ম্যাচ পর্যন্ত আমরা হারের মুখ দেখিনি। যে কারণেই হোক গত ম্যাচটা এখন আমাদের কাছে অতীত। রেফারি যেভাবে খেলা পরিচালনা করছেন তাতে স্বাভাবিক খেলা কঠিন হয়ে পড়ছে। তবে বলতে পারি, যে সমস্ত খেলোয়াড়রা এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে তাদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। সুযোগ তৈরি করলে গোল আসবে, এই বিশ্বাসের তারা মাঠে নামবেন। মানবীর, হুগো ও দিমিত্রিরা চোট সাড়িয়ে দলে ফিরেছেন। তারা যেভাবে খেলছেন, তাতে অবশ্যই ভালো খেলার চেষ্টা করছেন। এটাই দলের কাছে বড় প্রাপ্তি। আশা করা যায় এফসি গোয়ার দলের যে কোন চ্যালেঞ্জকে মোকাবিলা করে সবুজ মেরুন শিবির জয় তুলে আনবে। এই বিশ্বাসে সমর্থকরা জয়ের হাসি হাসবেন।”
গতকালের অনুশীলনে মাঠে দেখা গেছে যুবদলের রাজ বাসফর, অভিষেক সূর্যবংশীদের প্রস্তুতি নিতে। অনুশীলনে গা ঘামাতে দেখা গেছে সাহাল আব্দুল সামাদ কেও। সামনের লম্বা মরশুমের কথা ভেবে তাকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ ফেরান্ডো। অবশ্য অনুশীলন শেষে দীর্ঘক্ষণ ফিজিওদের সঙ্গে কথা বলেছেন কেরালার এই মিডফিল্ডার। দ্বিমিত্রী এখনো পুরো ৯০ মিনিট খেলার মতন অবস্থায় আসেননি। ফলে আক্রমণ থেকে রক্ষন সবই চিন্তায় রাখছে সবুজ মেরুনকে।
অন্যদিকে রক্ষণ নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে গোয়া। শেষ চার ম্যাচে কোন গোল হজম করেনি তারা। রক্ষণে রয়েছে সবুজ মেরুনের প্রাক্তনী সন্দেশ ঝিঙ্গান। রয়েছেন আর এক প্রাক্তনী কার্ল ম্যাক।প্রতিপক্ষ হিসেবে গোয়াকে কিরকম দেখছেন? ফেরান্ডো বলেন, “কঠিন ম্যাচ হতে চলেছে। মুম্বাই ম্যাচের পর মাত্র দুদিনের ব্যবধানে নেমে পড়তে হচ্ছে। আমরা শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবছি সেটা বেশি গুরুত্বপূর্ণ।”