ডার্বির উত্তেজনার মাঝে ইস্টবেঙ্গলের অনুশীলনে গুপ্তচর সন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা ময়দানে। বুধবার যুবভারতীর দুই নম্বর অনুশীলন মাঠে ইস্টবেঙ্গল যখন জোরকদমে প্র্যাকটিস করছিল, তখন পাশের মাঠে মহমেডানের অনুশীলন দেখতে এসে সন্দেহজনক আচরণ করেন এক ব্যক্তি। ইস্টবেঙ্গল শিবির থেকে অভিযোগ, মোহনবাগান সুপার জায়েন্টের টিম হোটেল থেকে তাদের অনুশীলনের ভিডিও তোলার চেষ্টা করা হয়েছে।
ঘটনা শুরু হয়, যখন ইস্টবেঙ্গল অনুশীলনের সময় অনুর্ধ্ব-১৭ দলের ম্যানেজার অরুণ জয়সওয়াল পাশের মাঠে উপস্থিত হন। তাঁকে দেখা যায়, নিজের মোবাইল দিয়ে বিলাসবহুল হোটেলের জানলার দিকে কিছু দেখার চেষ্টা করছেন। সেই হোটেলেই ডেরা বেঁধেছেন মোহনবাগান দলের বেশিরভাগ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ।
এরপর হোটেলের জানলায় দাঁড়িয়ে থাকা দু’জনকে দেখা যায়, যাদের মধ্যে একজন ইস্টবেঙ্গলের অনুশীলনের ভিডিও করছেন বলে সন্দেহ। ঘটনাস্থলে উপস্থিত ইস্টবেঙ্গল দলের সাপোর্ট স্টাফ এবং ফটোগ্রাফার সেই জানলার ছবি তুলে দলের কোচ অস্কার ব্রুজোকে দেখান।
ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ধারণা, মোহনবাগান শিবির থেকে কেউ গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করছিলেন। যদিও এ নিয়ে কোনও পাকা প্রমাণ মেলেনি।
এর পাশাপাশি ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে অনুশীলনে ক্রেপ ব্যান্ডেজ পরে থাকতে দেখা যায়, যা দলকে খানিক চিন্তায় ফেলেছে।
ডার্বির উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ম্যাচ ঘিরে শহর জুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। এবার মাঠের লড়াই কীভাবে জমে ওঠে, সেটাই দেখার।