একই দিনে দুই শহরে মোহনবাগানের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় কলকাতা লিগের খেলা বাতিল করা হয়েছে। ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান, সরানো হলো লিগের ম্যাচটি।

শুক্রবার বিকেল ৩টায় কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল রেলওয়েজ় এফসি-র বিরুদ্ধে। কিন্তু একই দিনে বিকেল ৪টায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে তারা। এই পরিস্থিতিতে প্রায় একই সময়ে দুই জায়গায় খেলার সম্ভাবনা থাকায়, কলকাতা লিগের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।

আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ডুরান্ড কাপে অংশ নিতে জামশেদপুরে রয়েছে মোহনবাগান দল। ফলে রেলওয়েজ় এফসি-র বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে। আইএফএ জানিয়েছে, পরবর্তীতে নতুন সূচি ঘোষণা করা হবে।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে লড়াই করবে মোহনবাগান। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলতে কলকাতায় ফিরে আসবে দলটি।

ম্যাচের আগের দিন মোহনবাগানের কোচ হোসে মোলিনা প্রতিপক্ষকে সমীহ করে বলেছেন, “নকআউট ম্যাচে যেই প্রতিপক্ষ হোক, জিততে হবে। পঞ্জাব এফসি-র দলটি শক্তিশালী। তাদের হারানো সহজ হবে না। তবে আমাদের দলও প্রস্তুত। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং আশা করছি আমাদের সমর্থকদের আনন্দ দিতে পারব।”

Enable Notifications OK No thanks