
জামশেদপুরে ঘর সমস্যার সমাধান না হওয়ায় সমস্যায় পড়েছে মোহনবাগান। দলটি যতগুলি ঘরের প্রয়োজন জানিয়েছিল, তার প্রায় অর্ধেকই পেয়েছে। তাই ২০টির বেশি ঘর না পাওয়ায়, কলকাতায় চার জন ফুটবলারকে রেখে বুধবার জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মোহনবাগান। আগামী ২৩ অগস্ট, শুক্রবার ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে তারা।
সূত্রের মতে, মোহনবাগান ৩২টি ঘর চেয়েছিল, কিন্তু মাত্র ২০টির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। দলের পক্ষ থেকে আলাদা হোটেলে ফুটবলারদের রাখা মেনে নেওয়া হয়নি। তাই জেমি ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, ধীরজ সিংহ এবং গ্লেন মার্টিন্সকে কলকাতাতেই রেখে যাত্রা করেছে দলটি।

বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করে মোহনবাগান। কোচ হোসে মোলিনা এই অনুশীলনকে মজাদারভাবে পরিচালনা করেন। ফুটবলারদের দু’টি দলে ভাগ করে বিভিন্ন খেলায় অংশ নিতে বলা হয়। যেমন, জেসন কামিংস ও গ্রেগ স্টুয়ার্ট এক দলে, লিস্টন কোলাসো ও আপুইয়া অন্য দলে, দিমিত্রি পেত্রাতোস ও টম অলড্রেড একসঙ্গে খেলেন।
অনুশীলনে ক্রসবার লক্ষ্য করে শট নেওয়া, কর্নার থেকে সরাসরি গোল করা, দুই প্রান্ত থেকে বল ভাসিয়ে নির্দিষ্ট জায়গায় রিসিভ করার মতো কাজ করা হয়। দলের সাপোর্ট স্টাফরা এই প্রস্তুতির দায়িত্বে ছিলেন এবং তারা প্রতিটি ফুটবলারের পারফরম্যান্স খতিয়ে দেখেন। শেষে মোলিনা জয়ী দলের নাম ঘোষণা করেন, আর হেরে যাওয়া দলকে ‘পুশ আপ’ করার শাস্তি দেওয়া হয়।