কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। বাস্তব রায়ের বদলে ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে এবং অভ্র মন্ডলের নেতৃত্বে ছোটরা অনুশীলন করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে তারপর কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবে দল।

অন্যদিকে, ইস্টবেঙ্গলও প্রস্তুতিতে ব্যস্ত। বিনো জর্জের তত্ত্বাবধানে এবার সাফল্য পাওয়ার জন্য প্রচেষ্টা করছে ক্লাবটি। মহামেডান স্পোর্টিং ক্লাবও খেতাব ধরে রাখার জন্য প্রস্তুতি শুরু করেছে।

প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য শক্তিশালী দল গঠনের কাজ চলছে। এবারের টুর্নামেন্টের নিয়মে কিছুটা পরিবর্তন আসায় ভূমিপুত্রদের দিকে বিশেষ নজর থাকবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগের গ্রুপ সমূহ।

গ্রুপ ‘এ’ তে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি রয়েছে ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, বিএসএস, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সার্দান সমিতি, ইউনাইটেড স্পোর্টস, উয়ারি অ্যাথলেটিক, পাঠচক্র, এবং মেসার্স ক্লাব।

গ্রুপ ‘বি’ তে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল রয়েছে। এছাড়াও ভবানীপুর ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, কালীঘাট এস এল, জর্জ টেলিগ্রাফ, রেনবো, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, টালিগঞ্জ অগ্রগামী, পুলিশ এফসি, কলকাতা পুলিশ এবং রেলওয়ে এফসি এই গ্রুপে স্থান পেয়েছে। মোট ২৬ টি দলকে দুইটি বিভাগে ভাগ করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যেই ম্যাচের সময়সূচী প্রকাশ করা হবে। কলকাতা লিগের এই মরশুমে কে হবে শীর্ষে, তা দেখার অপেক্ষায় সকলে।

Enable Notifications OK No thanks