
মাত্র পাঁচ দিনের ব্যবধানে ডার্বি জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। প্রথমে অনূর্ধ্ব-১৫, তারপর সিনিয়র দল, এবার অনূর্ধ্ব-১৭ দল। বুধবার অনূর্ধ্ব-১৭ আই লিগে নিজেদের মাঠে মোহনবাগান ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। ম্যাচের একমাত্র গোলটি করেন আদিত্য মণ্ডল।
সিনিয়র আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় খুঁজে পেতে বহুদিন অপেক্ষা করতে হয়েছে। শেষ দশটি ম্যাচের মধ্যে ন’টিতে পরাজিত হয়েছে লাল-হলুদ। তবে অনূর্ধ্ব-১৭ দল কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ী মোহনবাগানই। গত মরসুমে ইস্টবেঙ্গল একাধিক ডার্বি জিতলেও এবার তাদের সেই ছন্দ আর দেখা যাচ্ছে না।
এদিন ম্যাচের ৭৯ মিনিটে আদিত্য মণ্ডলের করা গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। কর্নার থেকে ভাসানো বলে মোহনবাগানের এক ফুটবলারের হেড আদিত্যের সামনে এসে পড়ে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জালে ঢুকে যায়।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি অনূর্ধ্ব-১৫ ডার্বিতে ইস্টবেঙ্গল প্রথমে এগিয়ে গেলেও মোহনবাগান শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায়। সেই ম্যাচে মোহনবাগানের নায়ক ছিলেন রাজদীপ পাল, যিনি ম্যাচে দুই গোল করে দলকে জয়ের স্বাদ দেন।
সেদিনই গুয়াহাটিতে আইএসএলের ডার্বি ম্যাচে মোহনবাগান ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোলটি শোধ দিতে পারেনি লাল-হলুদ। এছাড়া, প্রায় আধ ঘণ্টা দশজনের দলে খেলতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।
ডার্বি জয়ে ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের আধিপত্য দেখাতে সফল মোহনবাগান।