কলকাতা ডার্বির মঞ্চে মোহনবাগানের দাপট অব্যাহত। এবার অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগেও ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার শুরু হওয়া এই লিগের প্রথম ম্যাচেই ১-০ ব্যবধানে জিতল মোহনবাগান।

বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে নির্ধারিত ম্যাচে একমাত্র গোলটি করেন সাগ্নিক কুন্ডু। ম্যাচের শুরুতেই, মাত্র ৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ইস্টবেঙ্গল একাধিক চেষ্টা করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে মোহনবাগান অনূর্ধ্ব-১৩ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল।

এর আগের দিন, অর্থাৎ শনিবার, অনূর্ধ্ব-১৫ লিগেও ইস্টবেঙ্গলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে হ্যাটট্রিক করেন রাজদীপ পাল, আর এক গোল করেন রোহিত বর্মন। অনূর্ধ্ব-১৫ দলের ঘাটতি থাকায়, মোহনবাগান তাদের অনূর্ধ্ব-১৩ দলের সাতজন ফুটবলারকেও দলে রেখেছিল। ইস্টবেঙ্গলের পক্ষে দুটি গোল করেন রোমিত দাস ও শিশির সরকার।

এই মরসুমে কলকাতা ডার্বিতে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে মোহনবাগান। এখন পর্যন্ত হওয়া ১১টি ডার্বির মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে সবুজ-মেরুন। মাত্র ১টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, আর ২টি ম্যাচ ড্র হয়েছে। সিনিয়র স্তরেও ডার্বিতে দাপট বজায় রেখেছে বাগান। এবারের আইএসএলে হওয়া দুই ডার্বিতেই জয় পেয়েছে তারা, ফলে লিগ-শিল্ড জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, প্লে-অফের দৌড়ে ইস্টবেঙ্গলের আশা কার্যত শেষ।

ডার্বির ইতিহাস নতুন করে লিখতে চলেছে মোহনবাগান। প্রশ্ন উঠছে, ইস্টবেঙ্গল কি আবার ঘুরে দাঁড়াতে পারবে?

Enable Notifications OK No thanks