গত দুই ম্যাচ হেরে বর্তমানে অনেকটা প্রেসারে রয়েছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে চোট সমস্যা। সাথে আবার রয়েছে একাধিক সাসপেনশন। মরশুমের শুরুটা ভালো করলেও এমন ছন্দপতনে বিরক্ত সমর্থকেরাও।
গত দুই ম্যাচের বিফলতা নিয়ে আগামীকাল ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। রেফারির সাথে বাজে ব্যবহারের কারণে চার ম্যাচের জন্য নির্বাসিত হয়েছে লিস্টন। এখনও চোট সমস্যা কাটিয়ে উঠতে পারেনি অন্যতম সেরা ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। সেই সাথে অনুপলব্ধ হামিলও। নির্বাসন কাটিয়ে হেক্টর ফিরলেও রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল কোচের। সেই সাথে রয়েছে ফরওয়ার্ডদের বিফলতা।
আরও পড়ুন: নৈহাটি স্টেডিয়ামে নেরোকা এফসিকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং
গত ম্যাচে মুম্বাই সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে কেরালা। দলের রক্ষণে ভরসা দিচ্ছে মোহনবাগানের প্রাক্তনী প্রীতম কোটাল। মরশুম শুরুর আগেই প্রীতমকে ছেড়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। সুযোগের সদ্ব্যবহার করে অভিজ্ঞ এই ভারতীয় ডিফেন্ডারকে দলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। গত ম্যাচে মুম্বাইয়ের খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে আটকেছে প্রীতম। কেরালার হয়ে ভালো খেলছে দলের আরেক প্রাক্তনী প্রবীর দাস। কাজেই তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা মোটেই সহজ হবে না হুগো বুমোসদের জন্য।
রেকর্ড অনুযায়ী কেরালার বিরুদ্ধে মোহনবাগানের অবস্থান খুব ভালো। মোট ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। একটি ড্র। বাগানের বিরুদ্ধে এখনও জয়ের খাতা খুলতে পারেনি কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে আবারও লীগ সেরা হওয়ার দৌড়ে ফিরবে তারা। তবে এর জন্য কেরালার রক্ষণ এবং আক্রমণ নিয়ে অন্য কিছু পরিকল্পনা করতে হবে কোচকে।