আজ জামসেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের চতুর্থ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী দলের খেলোয়াড়েরা। তবে চতুর্থ ম্যাচ নিয়ে খানিকটা চিন্তা অন্দরে। গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে ডিফেন্ডার আনোয়ার আলী। শুধু তাই নয়, জামসেদপুর ম্যাচে দলের বাইরে থাকতে হবে দুই বিদেশি খেলোয়াড়কেও।

গত ম্যাচের পরেই বিরাট এক ধাক্কা খায় মোহনবাগান। আনোয়ার আলীর মতো খেলোয়াড়ের কিছু ম্যাচ খেলতে না পারা নতুন চ্যালেঞ্জ হতে পারে দলের বাকি খেলোয়াড়দের জন্য। যদিও এই বিষয় নিয়ে বেশি ভাবতে রাজি নন কোচ। দলের বাকিদের নিয়েই এগোবেন তিনি। আনোয়ারের বিকল্প হিসেবে বেশ কিছু নাম রয়েছে কোচের ঝুলিতে। রয়েছে সুমিত রাঠির মতো আইএসএলে অভিজ্ঞ খেলোয়াড়ও। তবে জামসেদপুর ম্যাচের আগে নতুন করে চিন্তা বাড়ালো দলের দুই বিদেশি খেলোয়াড়। শারিরীক সুস্থতার কারণ গত কিছুদিন অনুশীলনে আসেননি অজি স্ট্রাইকার জেসন কামিংস। আজ মাঠে এলেও পুরোপুরি সুস্থ ছিলেননা তিনি। ফারদিনের সাথে সাইডলাইনে বল নিয়ে দেখা যায় তাকে।
আরও পড়ুন: আইএসএলে নতুন কির্তি বাগান সমর্থকদের! অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গল
খানিকটা একই অবস্থা আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার হুগো বুমোসেরও। আজ শেষ মুহুর্তের অনুশীলনে দলের সাথে যোগ দেননি বুমোস। জানা গেছে জ্বরের কারণে এই ম্যাচে ছুটি তারও। এমনকি দলের সাথে জামসেদপুরেও যাননি এই দুই ফুটবলার। কলকাতায় বসেই এই ম্যাচ দেখতে হবে তাদের। তিন মূল খেলোয়াড়ের অনুপস্থিতিতে দল সাজাতেও বেশ সমস্যায় পরতে হবে কোচকে। বাড়তি দায়িত্ব থাকবে দলের প্রতি খেলোয়াড়ের উপর। চলতি আইএসএলে তিন ম্যাচে মোট সাতটি গোল করেছে মোহনবাগান। গোল হজম করেছে মোট দুটো। প্রচুর সুযোগ তৈরি হলেও সেগুলোকে গোলে রুপান্তরিত করার ক্ষেত্রে বেশ সমস্যা দেখা গেছে। তাই সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন কোচ।

শুরুর ম্যাচগুলোতে একেবারেই আশানুরূপ সাফল্য পায়নি জামসেদপুর এফসি। পাঁচ ম্যাচের মধ্যে একটিতেই জয় পেয়েছে তারা। তাই নিজেদের অবস্থানে উন্নতি করার জন্য এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা গুরুত্বপূর্ণ তাদের জন্যেও। কিন্তু মোহনবাগানের আক্রমণের তীব্রতা আটকানো একটা চ্যালেঞ্জ প্রতিটা দলের কাছে। যদিও এই ম্যাচে জেসন কামিংস এবং হুগো বুমোসের মতো খেলোয়াড়ের অনুপস্থিতি বাড়তি সুবিধা দিতে পারে বিপক্ষকে। তবে লিস্টন, অনিরুদ্ধ, সাহাল, মানভীরের মতো সেরা ভারতীয় খেলোয়াড় দলে থাকায় খুব একটা সমস্যা হবার কথা নয় কোচের।
সম্ভাব্য একাদশ: বিশাল কাইথ, শুভাশিস বোস, ব্র্যান্ডন হামিল, হেক্টর ইউস্তে, আশিস রাই, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, মানভীর সিং, আরমান্দো সাদিকু, দিমিত্রি পেট্রাটস।