বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভরাডুবি মোহনবাগানের। ২-১ গোলের ব্যাবধানে ম্যাচ হারায় কঠিন হলো পরবর্তী রাউন্ডের সমীকরণ। সিজনে প্রথমবার দেশের বাইরে খেলতে গিয়ে ধস নামল দলের রক্ষণে। প্রথম ম্যাচের মতো এগিয়ে গিয়েও হাতছাড়া হলো ম্যাচ।

mb vs bk

ঘরের মাঠে প্রথম মিনিট থেকেই মোহনবাগানের উপর চাপ রেখেছিল বসুন্ধরা। যথেষ্ট চাপ ছিল দলের রক্ষনে। তবে স্রোতের বিপরীতে গিয়ে ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করে লিস্টন কোলাসো। প্রথম হাফ শেষের আগেই ৪৪ মিনিটে সমতা ফেরায় বসুন্ধরার ফিগুয়েরা।

আরও পড়ুন: টিফো বিতর্কে ইস্টবেঙ্গল সমর্থকেরা! সমালোচনার ঝর নেটপাড়ায়

দ্বিতীয় হাফের প্রথম থেকেই একইরকম ভাবে খেলতে থাকে বসুন্ধরা। চলতে থাকে আক্রমণের পর আক্রমণ। একপ্রকার অচল হয়ে যায় দলের মাঝমাঠ। সময় গড়ালে খানিকটা ম্যাচে ফিরে আসতে সফল হয় মোহনবাগান। কিছু আক্রমণ তুলতে সফল হয় তারা। তবে বসুন্ধরার রক্ষন সুন্দরভাবে আটকে দিতে পেরেছে সেইসব আক্রমন। সেইসাথে বজায় থাকে কাউন্টারও। ফলস্বরূপ, ৮০ মিনিটের মাথায় সেই গোলটি তুলে নেয় রবিনহো।

mb vs bk

ম্যাচ হারার পর প্রশ্ন উঠতে শুরু হয় মোহনবাগানের রক্ষন নিয়ে। প্রতি আক্রমণেই বাগানের রক্ষনকে দুমড়ে দিয়েছে বসুন্ধরা। প্রশ্নের মুখে কোচ ফেরান্ডোর কৌশল নিয়েও। আনোয়ার চোট পাওয়ার পর থেকে প্রায় প্রতি ম্যাচেই সমস্যায় পরেছে দলের ডিফেন্স। তবুও প্রতি ম্যাচে তিন জন ডিফেন্ডার নিয়েই দল নামিয়েছেন তিনি। এমনকি বার বার দল সমস্যায় পরার পরেও বদলাননি তার পরিকল্পনা। সেই সাথে রয়েছে অজস্র ভুল পাস। এইসব ভুল থেকে আদৌ কি কিছু শিক্ষা নিয়েছেন ফেরান্ডো? তিনিই হয়তো দিতে পারবেন এর উত্তর।

Enable Notifications OK No thanks