আজ আবারও বসুন্ধরা চ্যালঞ্জের মুখোমুখি মোহনবাগান। বাংলাদেশের বসুন্ধরা কিংস এরিনায় মুখোমুখি হবে দুই দল। রবিবার সকালে মোহনবাগান মাঠে শেষ অনুশীলন সেরে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেয় দল। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। পরবর্তী রাউন্ডে যাবার লড়াই সহজ করতে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই গুরুত্বপূর্ণ।

দশমীর রাতে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে বসুন্ধরার মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে খেলার ফলাফল হয় ২-২। সেখানে আটকে যাওয়ায় প্লে-অফের রাস্তাটা কিছুটা কঠিন হয়ে যায় মোহনবাগানের জন্য। সেই ম্যাচেই চোট পেয়েছিল বাগান ডিফেন্ডার আনোয়ার আলী। আপাতত বেশ কিছু ম্যাচে অনিশ্চিত সে। এবারের এএফসি কাপে প্রথম দুই ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আপাতত টেবিল টপার তারাই। তবে আজ বসুন্ধরা জিতে গেলে পয়েন্ট সংখ্যায় মোহনবাগানকে ছুয়ে ফেলবে তারা। যদিও গোলের ব্যাবধানে অনেকটাই এগিয়ে শুভাশিষ বোসরা।

আরও পড়ুন: ACL 2023-24: আল-হিলালের বিরুদ্ধে কামব্যাক মুম্বাই সিটি এফসির!

এবারের আইএসএলেও দারুণভাবে ছুটছে মোহনবাগান। প্রথম চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে দল। বসুন্ধরার বিরুদ্ধেও প্রথম ৪৫ মিনিট ম্যাচে আধিপত্য ছিল তাদের। তবে হাফটাইমের পরে ম্যাচে ফিরে আসে কিংস বাহিনী। দু’বার এগিয়ে গিয়েও জয় পায়নি মোহনবাগান। সেই ম্যাচে সব দিক থেকেই মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বসুন্ধরা। তাই আজও যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে দু’দলের মধ্যে সেটা একপ্রকার নিশ্চিত। পরিসংখ্যান বলছে মোহনবাগানের বিরুদ্ধে একবারও জয়ের দেখা পায়নি বসুন্ধরা কিংস। তিন বারের সাক্ষাৎকারে একবার জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। বাকি দুই ম্যাচ ড্র। তাই আজ এই পরিসংখ্যান পাল্টাতে মরিয়া হয়ে উঠবে কিংসরা।

এদিকে আনোয়ারের অনুপস্থিতিতে বেশ ছন্নছাড়া লেগেছে বাগান ডিফেন্সকে। গত ম্যাচে জামসেদপুর একাধিক প্রশ্ন করলেও তার উত্তর ছিলনা জুয়ান ফেরান্ডোর কাছে। সেই ম্যাচে জয় পেলেও একাধিকবার গোলের দরজায় পৌঁছে গেছিল জামসেদপুর এফসি। তবে এই ম্যাচে কোনোরকম ভুল করলে তার বড়ো মাশুল গুনতে হতে পারে দলকে। বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো যে কোনো সময় ফাঁকি দিতে পারে ডিফেন্ডারদের। যদিও এই বিষয়ে এবার বেশ সতর্ক কোচ ফেরান্ডো।

Enable Notifications OK No thanks