মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচ নিয়ে জলঘোলা শুরু থেকেই। প্রথমে সমস্যার করাণ হয়ে দাঁড়ায় রাজ্যের ক্রিড়া দফতর। দুর্গাপুজার কারণে যুবভারতীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ আয়োজনের অনুমতি দেননি ক্রিড়া মন্ত্রী। বলেন নিরাপত্তা জনিত কারণে এই সময় কলকাতায় এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। পরবর্তীতে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।

তবে এই ম্যাচ ঘিরে ফের তৈরি হলো নতুন সমস্যা। নিয়ম অনুযায়ী ম্যাচের অন্তত দুদিন আগে ভেন্যুতে পৌঁছতে হবে অ্যাওয়ে টিমকে। তবে ভারতে আসার জন্য এখনও ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেনি টিম বসুন্ধরা কিংস। ক্লাবের তরফ থেকে জানা যায়, ভিসার জন্য আবেদন করা হলেও এখনো ভারতীয় এম্বাসে থেকে অ্যাপ্রুভাল আসেনি। এদিকে ফ্লাইটের টিকিট থেকে হোটেল বুকিং, সবটাই করে নিয়েছে বসুন্ধরা ম্যানেজমেন্ট। সবটাই হয়েছে অ্যাডভান্স পেমেন্টে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা সমস্যা না মিটলে ম্যাচ খেলতে জাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: শাস্তির মুখে প্রবির দাস! রেফারি সমস্যা অব্যাহত ভারতীয় ফুটবলে

ভিসা জটিলতা সংক্রান্ত বিষয়ে এআইএফএফ এবং ভারতীয় এম্বাসেকে নিশানা করেছেন বসুন্ধরা কিংস কর্তারা। বলেন, ২৪ তারিখের ম্যাচ খেলতে খেলোয়াড়দের ২২ তারিখের মধ্যে ভারতে পৌঁছতে হবে। ভিসা নিয়ে সমস্যা হওয়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ভারতীয় এম্বাসেতে একাধিকবার মেইল পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

যদিও বিষয়টি সম্পুর্ন ভাবে নাকোচ করেছেন মোহনবাগান কর্তারা। বলেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে বসুন্ধরা কিংসকে সমস্ত ভাবে সাহায্য করা হয়েছে ক্লাব এবং ফেডারেশনের পক্ষ থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসুন্ধরা কর্তাদের সমস্যার কারণে তারা আটকে গেছে। আগেই হাই কমিশনারের আছে এএফসি কাপ নিয়ে সমস্ত তথ্য পাঠানো হয়েছে। তাই ভিসা নিয়ে তেমন কোনো সমস্যা হবার কথা নয়। এবার শেষ পর্যন্ত এই ঘোটালায় কী পদক্ষেপ নেবেন এএফসি কর্তারা? পুরো পয়েন্ট পাবে মোহনবাগান, নাকি ভাগাভাগি করে দেওয়া হবে দু’দলের মধ্যে? সেদিকেই তাকিয়ে সবাই।

Enable Notifications OK No thanks