কোচ হিসেবে ফেরান্ডোর পদত্যাগের পর নতুন করে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাতে। কলকাতায় দলের সাথে যোগ দিয়েও শিবির ছাড়তে হয়েছে হয়েছে জুয়ান ফেরান্ডোকে। ফলে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত শিবির নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

দায়িত্ব পাওয়ার পরেও কলকাতায় আসা নিয়ে বেশ সমস্যায় পড়েছেন মোহনবাগানের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ভিসা জটিলতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবে কর্তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই সমস্যা কাটিয়ে তাকে দলে নিয়ে আসতে। কিছুদিন বাদেই শুরু হবে সুপার কাপ। মঙ্গলবার শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সবুজ মেরুন ব্রিগেড। হাবাস দলে যোগ না দেওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন বর্তমান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। জানা গেছে রোজই তার সাথে ফোনে কথা হচ্ছে হাবাসের। তার নির্দেশমতোই অনুশীলন সারছেন হুগো বুমোসরা।

আরও পড়ুন: হাবাসকে নিয়ে পরিকল্পনা ছিল আগেরই? কোচ পদত্যাগের পরেই তথ্য ফাঁস

শুক্রবার ঘরের মাঠে ক্লোজ ডোর অনুশীলন করেছে মোহনবাগান। ঠিক ছিল আজ মাঠে নামবে আনোয়ার আলী। কলকাতাতেই দলের সাথে রিহ্যাব করবে সে। এএফসি এশিয়ান কাপে সুযোগ পেয়েছে দলের একাধিক সিনিয়র খেলোয়াড়। তাই জুনিয়রদের নিয়েই সুপার কাপে নামবে মোহনবাগান। জানা গেছে ১৪ জন জুনিয়র খেলোয়াড়কে সিনিয়র দলের সাথে অনুশীলনে ডেকেছেন ক্লিফোর্ড। খুব অল্প সময়ের মধ্যেই দল গোছাতে হবে তাকে। এবার মোহনবাগানের মূল সমস্যা বিদেশি খেলোয়াড়দের অফ ফর্ম। বলা যায় হয়তো সুপার কাপের উপরেই নির্ভর করছে জেসন কামিংসের ভবিষ্যত।

সুপার কাপে মোহনবাগানের সাথে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। ১৯ তারিক মুখোমুখি হবে কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। গত কিছু বছরে ডার্বির ফলাফল মোহনবাগানের সাথে থাকলেও কার্লোস কোয়াড্রাটের কোচিংয়েই একবার জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। আইএসএলেও এবার বেশ ভালো ফুটবল খেলেছে তারা। তাই বলা যায় গ্রুপের বাকি দুই দলকে নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও ইস্টবেঙ্গলকে নিয়ে বাড়তে কিছু ভাবতে হবে ক্লিফোর্ড মিরান্ডাকে।

Enable Notifications OK No thanks