চলতি মরশুমে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে মোহনবাগান। ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড ঘরে তোলার পর এবার দলের লক্ষ্যে আইএসএল ট্রফি। কোচ বদলের পর থেকেই বদলে গেছে দলের চেহারা। সাফল্যের চাবিকাঠি খুঁজে পেয়েছে দল।

আইএসএল শিল্ড জিতে পরবর্তী মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ এ নিজেদের স্থান চূড়ান্ত করেছে মোহনবাগান। তাই এবার সেরকম দল গড়ার কাজও শুরু করছেন কর্তারা। সূত্রের খবর, A-League কাপানো ফুটবলার Jamie Maclaren এর সাথে কথাবার্তা শুরু করেছে বাগান ম্যানেজমেন্ট। কোনো সাধারণ অফার নয়, প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার দিয়ে Maclaren এর সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড।

কিছুদি আগে Jamie Maclaren নিশ্চিত করেছেন A-League শেষে তিনি বর্তমান ক্লাব Melbourne City FC ছাড়তে চলেছেন। এরপরেই তাকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয় মোহনবাগান শিবিরে। যদিও মোহনবাগান ছাড়া MLS সহ একাধিক লীগ থেকে অফার রয়েছে Maclaren এর কাছে।

চলতি মরশুমে Melbourne City FC র হয়ে ৩৩ ম্যাচে ১১টি গোল এবং ২টি অ্যাসিস্ট রয়েছে Jamie Maclaren এর নামে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৩০টি ম্যাচে খেলছে সে। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে বহু ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। Maclaren বাগান শিবিরে যোগ দিলে আবারও নতুন রেকর্ড তৈরি করবে ক্লাব। সেই সাথে আরও মজবুত হবে মোহনবাগানের অজি স্কোয়াড।

Enable Notifications OK No thanks