এবারের আইএসএলে স্বপ্নের গতিতে এগোচ্ছে মোহনবাগান। শুরুর তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে তারা। রক্ষণ থেকে শুরু করে আক্রমণ, সব বিভাগেই অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে দলের প্রতিটি খেলোয়াড়। তবে ঠিক উল্টো অবস্থা কলকাতার আরেক দল ইস্টবেঙ্গলের। শুরুর ৪ এর মধ্যে দল জিতেছে মাত্র একটি ম্যাচ। সাথে একটি ড্র এবং দুটি হার নিয়ে টেবিলের নবম স্থানে লাল হলুদ ব্রিগেড।

মরশুম শুরু হতেই এবার নতুন রেকর্ড গড়ল মোহনবাগান সমর্থকেরা। শুরুর মাত্র কিছু ম্যাচেই দর্শকের উপস্থিতি নজর কেড়েছে সবার। চলতি মরশুমে যুবভারতীতে দলের সমর্থনে এখনও পর্যন্ত উপস্থিত হয়েছে মোট ৫৬,৮৭৭ জন দর্শক। গড়ে যা দাঁড়ায় ২৮,৪৩৯। রেকর্ড তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। প্রথমে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তাদের ঘরের মাঠ জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোচিতে এখনও অব্দি মোট ১,৩০,১৬০ জন দর্শক উপস্থিত রয়েছে। গড় হিসেবে ম্যাচ প্রতি প্রায় ৩২,৫৪০।

আরও পড়ুন: প্রথম ম্যাচে বড়ো জয়! ৩ পয়েন্ট দিয়ে মরশুম শুরু করল মহামেডান

এই তালিকায় চতুর্থ স্থানে থাকলেও মোহনবাগানের তুলনায় অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গল। যুবভারতীতে এবার লাল হলুদের সমর্থনে এখনও অব্দি উপস্থিত হয়েছে প্রায় ২৪,২২০ জন দর্শক। গড় হিসেবে ম্যাচ প্রতি প্রায় ৮,০৭৩ জন। মোহনবাগানের সাথে তুলনা করলে যা দাঁড়ায় সংখ্যায় অনেকটাই কম। যদিও যাতায়াতের সমস্যার কারণে বহু দর্শক মাঠে গিয়ে দলকে সমর্থন করতে পারছেনা। অন্যদিকে গতবার চ্যাম্পিয়ন হবার পরেই মোহনবাগানের অন্যতম সদস্য সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন এই মরশুম থেকেই মোহনবাগানের নামের থেকে সরানো হবে এটিকের নাম। এই ঘোষণা আরও উদ্বুদ্ধ করে দলের সমর্থকদের।

গত মরশুমের তুলনায় এবার আরও শক্তি মজুত হয়েছে মোহনবাগানে। আক্রমণে জেসন কামিংসের মতো খেলোয়াড়ের যোগদান বেশ গতি দিয়েছে দলকে। সেই সাথে প্রায় প্রতি ম্যাচেই ভরসা যোগাচ্ছে দলের রক্ষন। রয়েছে ভারতীয় খেলোয়াড়দের আধিপত্যও। সব দিক থেকেই এবারেও চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার সবুজ মেরুন ব্রিগেড।

Enable Notifications OK No thanks