মরশুমের শুরুতে বিপক্ষের দুশ্চিন্তার মূল কারণ হয়ে ওঠা মোহনবাগান এখন পরপর তিন ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে। চোট সমস্যা, ছন্দের অভাব প্রতি ম্যাচেই অভুভব করছে দল। বিশেষ করে মাঝমাঠ এবং আক্রমণভাগের বিফলতা বড়ো সমস্যার কারণ হয়ে উঠেছে কোচের জন্য। তাই ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই বড়ো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে অন্দর থেকেও।

ভরাডুবির শুরুটা হয়েছিল বিজয়া দশমীর দিন। সেদিন কলিঙ্গ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রথম ড্র করে মোহনবাগান। এক পয়েন্ট হারানোটা যতনা আঘাত করেছিল, তার চাইতেও বেশি আঘাত করেছিল আনোয়ার আলীর চোট। সেদিন খেলার প্রায় শেষ লগ্নে চোট নিয়ে মাঠ ছাড়ে আনোয়ার। চলতি মরশুমে শুধু রক্ষণে নয়, বাগানের হয়ে আক্রমণেও বেশ প্রভাব দেখাচ্ছিল সে। ফলে কোচের কাছে তা হয়ে উঠেছিল বাড়তি পাওনা। শুধু আনোয়ার নয়, চোট সমস্যায় দীর্ঘদিন ভুগেছে মানবীর সিং, দিমিত্রি পেট্রাটস, হুগো বুমোসের মতো খেলোয়াড়। এখনও মাঠের বাইরে সাহাল আব্দুল সামাদ। সেই সাথে রয়েছে প্রাইম স্ট্রাইকার জেসন কামিংস, আর্মান্ডো সাদিকুদের ছন্দের অভাব। আইএসএলে প্রথম পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল দল। তবে ষষ্ঠ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে কোনমতে এক পয়েন্ট তোলে সবুজ মেরুন ব্রিগেড। এরপর মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া এবং সর্বশেষ কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হারার ফলে একাধিক খেলোয়াড় সহ কোচ বদলেরও দাবি তুলছেন সমর্থক মহলের একাংশ।

আরও পড়ুন: ভারতে হতে পারে ২০৩৪ ফিফা বিশ্বকাপের ম্যাচ! বিরাট ভাবনা ফেডারেশনের

এতসব ঘটনার পরে মাঝ মরশুমে যে বাগান শিবিরে বড়সড় কোনো পরিবর্তন আসবে তা একপ্রকার নিশ্চিত ছিল। ক্লাব সূত্রে খবর, আগামী ট্রান্সফার উইন্ডোতে ফরওয়ার্ড লাইনে বদল আনবে সবুজ মেরুন ব্রিগেড। সম্ভবত আর্মান্ডো সাদিকুর সাথে গোল্ডেন হ্যান্ডসেক করতে চলেছে মোহনবাগান। আর তার বদলে দলের টার্গেট ম্যান বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডিও রবসন রবিনহো। চলতি মরশুমে ধারাবাহিকভাবে দলের হয়ে পারফর্ম করে যাচ্ছে রবিনহো। এএফসি কাপে পাঁচ ম্যাচে দুটি গোল রয়েছে তার নামে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে দলের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধেও একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছে সে। জানা গেছে এর আগেও রবিনহোকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান। তবে সেইসময় অর্থগত কারণে তাকে সই করতে পারেনি তারা। তবে এবার বেশ জোরালোভাবেই এই ব্রাজিলিয়ান খেলোয়াড়কে লোনে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে সবুজ মেরুন ব্রিগেড।

এএফসি কাপে মোহনবাগানের বিরুদ্ধে দুই ম্যাচেই গোল করেছে রবসন রবিনহো। প্রথমবার অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেয় সে। আর দ্বিতীয়বার ৮০ মিনিটে দলের হয়ে উইনিং গোলটি তুলে নেয় ২৮ বছর বয়সী এই ফুটবলার। তখন থেকেই বাগান ম্যানেজ্যান্টের নজরে আসে রবিনহো। যদিও এখন সবটাই নির্ভর করছে বসুন্ধরা কিংস কর্তাদের উপর। তারা অনুমতি দিলে তবেই রবিনহোকে দলে নেওয়ার দিকে এগোতে পারবে মোহনবাগান।

Enable Notifications OK No thanks