ভারতের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় বেশ কিছুদিন ছুটি চলেছে আইএসএলে। আগামীকাল থেকে ফের বল গড়াবে মাঠে। আগামী ২৭ নভেম্বর এএফসি কাপের ম্যাচ খেলার জন্য মাঠে নামবে মোহনবাগান। গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হারার ফলে খানিকটা কঠিন হয়েছে এএফসি কাপের পরবর্তী রাউন্ডের সমীকরণ। পুরো পয়েন্ট পেতে হবে বাকি ম্যাচগুলো থেকে।

এদিকে খেলা শুরু হওয়ার আগেই নতুন করে চোটের তালিকায় নাম উঠেছে মোহনবাগানের একাধিক খেলোয়াড়ের। শুরুতেই আশিক কুরুনিয়ন এবং আনোয়ার আলীর মতো খেলোয়াড়দের চোট সমস্যায় ফেলেছে দলকে। জানা গেছে সেই সমস্যা বাড়ালো আরও কয়েকজন খেলোয়াড়। গত ম্যাচে দলে রাখা হয়নি অস্ট্রেলিয়ান খেলোয়াড় দিমিত্রি পেট্রাটসকে। শারীরিক সমস্যার কারণে সেই ম্যাচে বিরতি নেন তিনি। এরপর জানা যায় খানিকটা চোটও রয়েছে তার। গতকাল অনুশীলনে এলে চোখে পড়ে সেই ছবি। কিছুক্ষণ প্র্যাকটিস করার পর পায়ের সমস্যায় বসে পড়েন দিমি। বোঝা যায় হ্যামস্ট্রিং হয়েছে তার। পায় আইস ব্যাগ লাগিয়েও হয়নি সমাধান। শেষমেষ ড্রেসিং রুমে চলে যান পেট্রাটস।

আরও পড়ুন: আই-লীগে বঞ্চনার শিকার মহামেডান! খেলার মাধ্যমেই জবাব দিল দল

এদিকে বিশ্বকাপের বাছাইপর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন ভারতীয় ফরওয়ার্ড মানভির সিং। গত ম্যাচে কাতারের বিরুদ্ধে দলে দেখা যায়নি তাকে। সূত্রের খবর পরবর্তী কিছু ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে তার পরিবর্ত খেলোয়াড় নিয়েও ভাবতে হবে কোচকে।

চলতি মরশুমের শুরু থেকে বেশ অপ্রতিরোধ্য লাগছিল মোহনবাগানকে। তবে গত ম্যাচে তাদের সেই বিজয়রথ থামিয়েছে বসুন্ধরা কিংস। ওড়িশার বিরুদ্ধে পরবর্তী ম্যাচটা হবে ঘুরে দাড়ানোর লড়াই। বসুন্ধরার কাছে হারার পর ঘুরে দাঁড়িয়েছে ওড়িশা এফসিও। এএফসি কাপের শেষ দুই ম্যাচে মাজিয়াকে ৬-১ এবং ২-৩ গোলে হারিয়েছে তারা। ফলে তাদের বিরুদ্ধে ভালো ফল করাটা কঠিন চ্যালেঞ্জ থাকবে মোহনবাগানের কাছেও।

Enable Notifications OK No thanks