হায়দ্রাবাদের ডেকান অ্যারেনাতে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় শ্রীনিধি ডেকান এফসি বনাম মহামেডান স্পোর্টিং। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। কিন্তু ৩ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করে যান ডেভিড কাস্টানেডা। বলা যেতে পারে, শুরুতেই ধাক্কা খায় মহামেডান। আর কাস্টানেডা ব্যাক টু ব্যাক গোলের মধ্যেই রয়েছেন।
যদিও বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করে তাঁরা। মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় তাঁরা। কিন্তু একটি হ্যান্ডবল নিয়ে বিতর্ক রয়েছে। শেষপর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দলীয় সংহতির নিদর্শন রাখলেও ফার্স্ট হাফে গোলের দেখা পায়নি মহামেডান।
দ্বিতীয়ার্ধে পরিস্থিতির বিশাল বদল ঘটে। ধীরে ধীরে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে মহামেডান। তিন পয়েন্টের টার্গেট ছিল ম্যানেজমেন্টের। বেশকয়েকবার জ্বলে ওঠেন ডেভিড। শেষপর্যন্ত সেকেন্ড হাফে খাতা খুলতে সক্ষম হয় সাদাকালো ব্রিগেড। ম্যাচের ৮৪ মিনিটে মহম্মদ জসীমের গোলে সমতা ফেরায় মহামেডান। মাঠে নেমেই সুপার সাব হয়ে যান এই জসীম।
চলতি প্রতিযোগিতায় শেষ দুই ম্যাচে জয় পায় তাঁরা। এইমুহূর্তে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে দাঁড়িয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। সাদাকালো ব্রিগেডের পরবর্তী প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি।