কলকাতা, ২৩.১২.২০২৩ঃ আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে, সন্ধ্যে ৭টায় আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মহামেডান বনাম নেরোকা।

এখনও পর্যন্ত সাদাকালো ব্রিগেড দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে গোটা প্রতিযোগিতায়। শেষ ম্যাচে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে, চার্চিল ব্রাদার্সের সঙ্গে ০-০ গোলে ড্র করে তাঁরা। তবে ঘরের মাঠে রেকর্ড যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে সাদাকালো ব্রিগেড ৭টি জয় এবং ৩টি ড্র করেছে মহামেডান।
আরও পড়ুন: কার্ড এবং চোট সমস্যা নিয়ে চিন্তায় নেই জুয়ান ফেরান্ডো
অসাধারণ ফুটবল এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনার সঙ্গেই খেলছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। সর্বমোট ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সুবিধাজনক জায়গায় অবস্থান করছে সাদাকালো ব্রিগেড। গোটা দল রীতিমতো আত্মবিশ্বাসী এবন আক্রমণাত্মক ফুটবল খেলতে তৈরি। আগামীকালের ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দল।

গত্ ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মহামেডান। বলা যেতে পারে, খেলা বেশ জমে ওঠে। কিন্তু গত ম্যাচে গোল না পেলেও, এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে চাইছে টিম। সেটি তাঁদের দলীয় সংহতি এবং অভিব্যাক্তি দেখলেই পরিষ্কার।