ডুরান্ড কাপ, কলকাতা লীগের মতো এবারের আই-লীগেও দারুন শুরু করেছে মহামেডান স্পোর্টিং। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিল শীর্ষে তারা। ৫ টি ম্যাচে জয় এবং একটি ড্র করেছে দল। ৬ ম্যাচে মোট ১৫ গোল করেছে তারা। গোল খেয়েছে মাত্র চারটি। আজকের ম্যাচেও ইন্টার কাশীর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং।
লীগের শুরুটা ভালো হলেও আয়োজকদের বঞ্চনার মুখে মহামেডান স্পোর্টিং। গত দিল্লি এফসি ম্যাচে রেফারির বিরুদ্ধে অপমানজনক কথা বলায় লাল কার্ড দেখানো হয় দলের দুই বিদেশি অ্যালেক্সিস গোমেজ এবং মির্জলোল কাসিমোভকে। পরবর্তীতে জানা যায় পরবর্তী আট ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারে কাসিমোভ। সেই সাথে তিন ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে অ্যালেক্সিসকে। যদিও সেই ম্যাচ টেলিকাস্ট না হওয়ায় ঘটনার সঠিক ব্যাখ্যা সামনে আসেনি। আজও রেফারির বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা যায় মহামেডানের খেলোয়াড়দের। দুই ম্যাচেই দায়িত্বে ছিলেন রেফারির তেজাস নাটভেংকর।
আরও পড়ুন: কুয়েতকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের স্বপ্নে একধাপ এগোলো ভারত
চলতি মরশুমে আই-লীগের আয়োজকদের বিরুদ্ধে বড়ো অভিযোগ টেলিকাস্টিং এর সমস্যা। শুধু মহামেডানের ম্যাচ নয়, সম্প্রচার বন্ধ হয়েছে গোকুলমেরও একাধিক ম্যাচ। আজকের ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে জানানো হয় ম্যাচ সম্প্রচার সম্ভব নয়। কিন্তু কেন বার বার এত অনিয়ম চোখে পড়ছে তার কোনো উত্তর নেই কারো কাছেই। মহামেডান কর্তাদের তরফেও জানানো হয়েছে, এইসমস্ত বিষয় নিয়ে ফেডারেশনে চিঠি পাঠানো হবে। কথা বলবেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সাথেও।
ভারতীয় ফুটবলে রেফারি বিতর্ক নতুন কিছু নয়। আইএসএলের মঞ্চেও একাধিক প্রশ্ন উঠেছে রেফারির ভূমিকা নিয়ে। তাদের সিদ্ধান্তের বিরোধিতা করলে আর্থিক জরিমানার পাশাপাশি নির্বাসনের সন্মুখীন হতে হয়েছে খেলোয়াড়, কোচদের। এই সমস্যার সমাধান কবে হবে তার কোনো উত্তর নেই কারোর কাছে। যদিও ফেডারেশনের তরফে বলা হয়েছে ২০২৫-২৬ মরশুম থেকে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিং সিস্টেম আনা হতে পারে আইএসএল এবং আই-লীগে। ততদিন এভাবেই চলবে ভারতীয় ফুটবল।