
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার থেকেই পর্দা উঠতে চলেছে কলকাতা ফুটবল লিগের (CFL) নতুন মরসুমের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘ ও বিএসএস স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ আয়োজিত হবে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে।
তবে সমর্থকদের চোখ আরও বেশি করে রয়েছে লিগের বড় দলগুলির প্রথম ম্যাচের দিকে। চলতি মরসুমে প্রথম ম্যাচেই মেসার্স ক্লাবের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী ময়দানের মশাল ব্রিগেড ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি।
অন্যদিকে, আরেক ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ২৯ জুন, যেখানে প্রতিপক্ষ পিয়ারলেস ফুটবল ক্লাব। তবে এই ম্যাচের ভবিষ্যৎ আপাতত কিছুটা অনিশ্চিত। কারণ, চলতি মরসুমে খেলোয়াড় রেজিস্ট্রেশনের বিষয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছে রেড রোডের ব্ল্যাক প্যান্থাররা।
সূত্রের খবর, নিষেধাজ্ঞা আসার আগেই দল গঠনের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেলেও, ক্লাবের পরিকল্পনা ছিল আরও কয়েকজন খেলোয়াড়কে সই করানোর। কিন্তু রেজিস্ট্রেশনের জটিলতায় সেই প্রক্রিয়া থমকে গেছে। এই পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ আইএফএ-র দ্বারস্থ হয়েছে এবং ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
বর্তমানে ক্লাবের অগ্রাধিকার নতুন করে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা। পরিস্থিতি সামাল দিতে তৎপর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে ক্লাব। তবে শেষ পর্যন্ত ম্যাচ পিছিয়ে দেওয়া হবে কি না, তা জানার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।