ওড়িশা এফসি যে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী দল, তা মেনে নিচ্ছেন মহমেডান স্পোর্টিং ক্লাবের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ। তবে নিজের দলের ছেলেরা যদি ঘরের মাঠে শুরুতে যেমন পারফরম্যান্স দেখিয়েছিল, সেই ফর্ম বজায় রাখতে পারে, তাহলে ওড়িশা এফসি-র মতো শক্তিশালী দলকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব বলে মনে করছেন তিনি।
শুক্রবার মহমেডানের ঘরের মাঠে মুখোমুখি হবে ওড়িশা এফসি। তার আগে চেরনিশভ বলেন, “আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি। ওড়িশা দারুণ ফুটবল খেলে। খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে জানে এবং তাদের কোচও খুব অভিজ্ঞ। তাদের শুরুটা ভালো না হলেও এখন তারা দারুণ ছন্দে রয়েছে। তাই আমাদের জন্য ম্যাচটা কঠিন হতে চলেছে।”
ওড়িশা এফসি-কে রুখতে কী পরিকল্পনা নিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে চেরনিশভ জানান, “আমাদের বল নিয়ন্ত্রণে রাখার দিকে নজর দিতে হবে। এই জায়গায় দুই দলই সমান শক্তিশালী। খেলোয়াড়দের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, প্রচুর দৌড়তে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।”
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে গৌরব বোরা ও জোসেফ আজেইয়ের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডারদের অনুপস্থিতি বড় ধাক্কা হতে পারে মহমেডানের জন্য। যদিও চেরনিশভ আশাবাদী, তারা শীঘ্রই মাঠে ফিরবেন।
পূর্ববর্তী ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে মহমেডান প্রতিপক্ষকে গোল করতে দেয়নি এবং নিজেরাও একাধিক সুযোগ তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে তিনটি গোল হজম করে। সেই প্রসঙ্গে কোচ বলেন, “আমরা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ভালো খেলছিলাম, কিন্তু একটা ভুলের সুযোগ নিয়ে ওরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অভিজ্ঞতার অভাবে আমাদের ছেলেদের এই ভুলগুলো হচ্ছে। তবে গোল হওয়ার আগে আমরা ভালো ফুটবল খেলেছি।”
চেরনিশভ মনে করেন, ম্যাচে ৬৫-৭০ মিনিট ভালো খেললেই হবে না। পুরো ১০০ মিনিট ধরে তীব্রতা বজায় রাখতে হবে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি। “ঘরের মাঠে এর আগেও আমরা ভালো খেলেছি। এই ম্যাচেও সেই ধারাই বজায় রাখতে হবে। বলের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। আমাদের ছেলেরা ভবিষ্যতের কথা মাথায় রেখে লড়াই করবে।”
এখন দেখার, কোচের পরিকল্পনা বাস্তবায়িত করে ওড়িশা এফসি-র বিপক্ষে সাদা-কালো বাহিনী ঘরের মাঠে কেমন পারফরম্যান্স দেখাতে পারে।