আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাই সমস্ত রকম প্রস্তুতি সারছে সাদাকালো ব্রিগেড। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কে কাজে লাগিয়ে নতুন বিদেশি আনলো মহামেডান স্পোর্টিং ক্লাব। ২৮ বছর বয়সী রাশিয়ান উইঙ্গার এভগোনি কোজলভকে সই করাল সাদাকালো ব্রিগেড। রাশিয়ার অনূর্ধ্ব ২১ জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে নবাগত এই বিদেশীর।
রাশিয়ার দ্বিতীয় ডিভিশন ক্লাব এফসি ভিটাএজ এর হয়ে কোজলভ ক্যারিয়ার শুরু করেন। কয়েক মরসুমের মধ্যেই তিনি চলে আসেন রাশিয়ার প্রিমিয়ার ডিভিশন ক্লাব এফসি বলগাও তে একাধিক দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মহামেডানে যোগ দেওয়ার আগে কাজাকিস্তানের প্রিমিয়ার ডিভিশনের লিগ দল এফসি আত্রাও এ ছিলেন। গত ডিসেম্বর মাসেই মহামেডান প্রিন্স ওপোকু কে রিলিজ করে দিয়েছিল। তখন থেকেই ষষ্ঠ বিদেশির খোঁজে ছিল সাদাকালো ব্রিগেড। অবশেষে এই রাশিয়ান ফুটবলারকে চূড়ান্ত করলেন তারা। ফ্রী এজেন্ট হিসেবে মহামেডানে সই করলেও তার ট্রান্সফার ভ্যালু ২.৪ কোটি টাকা যা এবারের আইলিগে অন্যতম দামী হিসেবে বিবেচিত।
ক্লাবস্তরে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান ও লাটভিয়ার লীগে খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে ২৭৩ টি ম্যাচ খেলেছেন কোজলভ যেখানে মোট ৫৪ টি গোল ও ২৯ টি অ্যাসিস্ট করেছেন তিনি। দুই প্রান্তেই খেলতে সক্ষম তিনি। চ্যাম্পিয়ন এর তকমাও আছে তার নামের পাশে। ২০১৬ ও ২০১৭ সালে জিতেছেন লাটভিয়ান লীগ। ২০১৮-১৯ মরসুমের বেলারুশ কাপ জিতেছেন। ২০১৬-১৭ মরশুমের লাটভিয়ান লীগে সর্বচ্চো গোলদাতা ছিলেন তিনি।
বাঁ পায়ের এই ফুটবলার যোগ দেওয়ায় মহামেডান এর শক্তি যে বাড়ল তা বলাই বাহুল্য এই প্লেয়ার আই লিগের দ্বিতীয় লেগে কোচ আন্দ্রে চের্ণিসভের দলে আক্রমণের অন্যতম মুখ হতে পারেন। আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। শোনা যাচ্ছে এই খেলোয়াড়ের সঙ্গে ২৪শে মে ২০২৪ পর্যন্ত চুক্তি করেছেন সাদাকালো কর্তারা। লীগের দ্বিতীয় পর্বে তিনি ভালো খেলতে পারলে সেই চুক্তি বাড়ানো হতে পারে।