চলতি মরশুমে মোহামেডান স্পোর্টিং এর সাফল্যের পেছনে অন্যতম নাম মণিপুরী সুপারস্টার ডেভিড লালহানসাঙ্গা। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ এবং কলকাতা লীগে দলকে ভরসা দিয়েছেন তিনি। দুই টুর্নামেন্টেরই সর্বোচ্চ গোলদাতা ২১ বছর বয়সি এই খেলোয়াড়। ফলস্বরূপ, ডুরান্ড কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে ছিল মহামেডান। শিরোপা জিতেছে কলকাতা লীগের।

বর্তমান দল মহামেডান স্পোর্টিং এর সাথে ২০২৪ পর্যন্ত চুক্তি ডেভিডের। এই নিয়েই আক্ষেপ এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের। একাধিক আইএসএল দলের অফার থাকলেও এখনি ভারতের সর্বোচ্চ লীগে যোগ দিতে পারছেননা তিনি। জানালেন, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল অনুমতি দিলে আইএসএল খেলবেন। ততদিন মহামেডানকে সাফল্যের সিঁড়ি চড়াবেন।

আরও পড়ুন: মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচের ভেন্যু নিয়ে ক্ষোভ সমর্থকদের

মনিপুরের প্রত্যন্ত গ্রাম্য এলেকায় জন্ম ডেভিডের। ছোট থেকেই ফুটবলের প্রতি এক অন্যরকম টান। আইজল এফসিতে থাকাকালীন নজরে আসে মহামেডানের। দলে সুযোগ পাওয়ার পর একেবারেই তা হাতছারা করেননি তিনি। নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য দিয়েছেন। সেই কারণেই তার সাথে চুক্তি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে মহামেডান ম্যানেজমেন্টও। কিন্তু সেই প্রস্তাব নাকোচ করেছেন ডেভিড।

তার ইচ্ছে এবার আইএসএলে অংশ নেবেন। সেখান থেকেই স্বপ্নপূরণ হবে জাতীয় দলে খেলার। জানা গেছে একাধিক আইএসএল দল ডেভিডকে দলে নিতে আগ্রহী। সেই তালিকায় রয়েছে কলকাতার আরেক দল ইস্টবেঙ্গলও। চলতি মরশুমে আগের তুলনায় ভালো দল তৈরি হলেও একজন ভালো ভারতীয় স্ট্রাইকারের অভাব রয়েছে লাল হলুদ শিবিরে। তাই নামী বিদেশি এবিং ভারতীয় খেলোয়াড়দের ভীরে নিজেকে ফুটিয়ে তোলা এই যুব খেলোয়াড়ের উপর আগ্রহ তাদেরও। কিন্তু সমস্যা মহামেডানের সঙ্গে ডেভিডের চুক্তি। সেই কারণেই ইচ্ছে থাকলেও এখনি দল ছাড়তে পারছেননা তিনি। বললেন, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলের কাছে আবেদন করবেন এই বিষয় নিয়ে।

Enable Notifications OK No thanks