চলতি আই লীগে দারুন ছন্দে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং। মরশুমে মোট ১৫ ম্যাচে মাত্র একটিতেই হেরেছে তারা। বাকি ১০ ম্যাচে জয় এবং চারটি ড্র নিয়ে টেবিল টপার তারা। পর পর সাফল্য পেলেও পরবর্তী মরশুম নিয়ে আগেভাগেই ভাবনাচিন্তা শুরু করে দিচ্ছে ব্ল্যাক প্যান্থার্সরা।

সূত্রের খবর, আগামী মরশুমের দল গঠন নিয়ে আলোচনা চলছে ক্লাবের অন্দরে। দলের মুখ্য টার্গেট শ্রীনিধি ডেকানের দুই ফুটবলার ডেভিড কাস্তানেদা (David Castañeda) এবং রিলওয়ান হাসান (Rilwan Hassan)। চলতি মরশুমে শ্রীনিদির হয়ে ১৫ ম্যাচ খেলেছেন কলম্বিয়ান ফরওয়ার্ড ডেভিড। ৭ টি গোল এবং ২ টি অ্যাসিস্ট রয়েছে তার নামে। গত মরশুমেও একই ছন্দ ছিল এই খেলোয়াড়ের। সেবার মোট ২১ ম্যাচে ১৫ গোল এবং ৬ অ্যাসিস্ট ছিল ডেভিডের নামে।

শ্রীনিধির আরেক ফুটবলার রিলওয়ান হাসানও রয়েছে ভালো ছন্দে। ১৫ ম্যাচে মোট তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে এই উইঙ্গারের নামে। জানা গেছে শ্রীনিধির এই অ্যাটাকিং জুটির উপর বিশেষ নজর রয়েছে মহামেডান কর্তাদের।

আইএসএলকে পাখির চোখ করে আই লীগ চ্যাম্পিয়ন হতে ঝাপাচ্ছে মহামেডান স্পোর্টিং। পর পর ম্যাচে সঠিক পথে এগোলেও সাফল্য পেতে এখনও মনঃসংযোগ ধরে রাখতে হবে খেলোয়াড়দের। সেই সাথে পরবর্তী মরশুমের দল নিয়েও ভাবনাচিন্তা শুরু করছেন কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আরও দুই হেভিওয়েট বিদেশীকে দেখা যেতে পারে দলে।

Enable Notifications OK No thanks